loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

নেদারল্যান্ডসের কাছে দ. আফ্রিকার হার, সেমিতে ভারত


নেদারল্যান্ডসের কাছে দ. আফ্রিকার হার, সেমিতে ভারত

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েল্ভ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে রোববার (৬ নভেম্বর) টেম্বা বাভুমার দলকে ১৩ রানে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। ডাচদের চার উইকেট হারিয়ে করা ১৫৮ রানের বিপরীতে দক্ষিণ আফ্রিকা আট উইকেটের বিনিময়ে ১৪৫ রান করতে সক্ষম হয়।

এই পরাজয়ে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলো দক্ষিণ আফ্রিকার।

প্রোটিয়াদের পরজয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের। অ্যাডিলেইডে একই দিনে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাবর আজমের দলকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিতে খেলার গৌরব অর্জন করবে টাইগাররা।

পাঁচ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট পাঁচ, ভারতের ছয়। পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট চার করে।

রোববার পাকিস্তানকে হারালে টাইগারদের পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে টপকে সেমিতে যাবে বাংলাদেশ। আর পাকিস্তান জিতলে তাঁদের পয়েন্টও হবে ছয়। ম্যাচটি কোনো কারণে পরিত্যক্ত হলেও এক পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে যাবে পাকিস্তান। কারণ, দক্ষিণ আফ্রিকার চেয়ে পাকিস্তানের নেট রানরেট ভালো।

অন্যদিকে, নেদারল্যান্ডসের জয়ে সেমিফাইনালে উত্তরণ নিশ্চিত হয়ে গেছে ভারতের।

ম্যাচ-জয়ী অপরাজিত ৪১ রান করে ম্যাচ-সেরা হয়েছেন নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান।

Loading...