loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

টি-২০ বিশ্বকাপে গ্রুপ-সেরা হয়ে সেমিতে ভারত


টি-২০ বিশ্বকাপে গ্রুপ-সেরা হয়ে সেমিতে ভারত

পুরুষদের টি- টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ে ভারতের সেমিফাইনালে উঠা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। অবশ্য, জিম্বাবুয়ের বিপক্ষে তাঁদের ম্যাচটিতেও ছিল একটি সমীকরণ – জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন; আর সেই কাজটি ভালোভাবেই করেছেন তাঁরা। ফলে, সহজ জয়ে গ্রুপ-সেরা হয়েই শেষ চারে উঠলো ভারত।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার (৬ নভেম্বর) সুপার টুয়েল্ভ-এর শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানে পরাজিত করেছে রোহিত শর্মার দল। এদিন, টস জিতে আগে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে, জিম্বাবুয়ে ১৭.২ ওভারে ১১৫ রানে অল-আউট হয়ে যায়।

ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রোহিত ১৩ বলে ১৫ রান করে ব্লেসিং মুজারাবানির বলে আউট হন। অবশ্য, হাফসেঞ্চুরি করে মাঠ ছাড়েন আরেক ওপেনার লোকেশ রাহুল। তিনি ৩৫ বলে তিনটি চার ও সমান-সংখ্যক ছক্কায় ৫১ করে সিকান্দার রাজার শিকার হন। ভিরাট কোহলি ২৫ বলে ২৬ রান করে শন উইলিয়ামসের বলে ফেরেন। মাঝে দীনেশ কার্তিকের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পাওয়া রিশভ পান্থ সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত তিন রানে উইলিয়ামসের দ্বিতীয় শিকারে পরিণত হন।

যাহোক, দারুণ ফর্মে থাকা সূর্যকুমার যাদব ঝড় তোলেন। তিনি ২৩ বলে হাফসেঞ্চুরি করেছেন। শেষ পর্যন্ত ছয়টি চার ও চারটি ছক্কাসহ ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। 

রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। শূন্য রানে প্রথম, দুই রানে দ্বিতীয় উইকেটের পতনের পরে মাত্র ৩৬ রান করতেই পাঁচ উইকেট হারিয়ে বসে দলটি। ষষ্ঠ উইকেট জুটিতে চাপ সামলে নেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। তবে, সেটি পরাজয় ঠেকাতে যথেষ্ট ছিল না।

রাজা ৩৪ রান করেছেন ২৪ বলে। বার্ল ফেরেন ৩৫ রান (২২ বলে) করে। ওয়েলিংটন মাসাকাদ্জা এক রানে, রিচার্ড এনগারাভা এক রান এবং টেন্ডাই চাতারা চার রান করেছেন। দুই বল খেলে ব্লেসিং মুজারাবানি অপরাজিত ছিলেন কোনো রান না করেই।

ভারতের রবিচন্দ্রন অশ্বিন ২২ রানে তিন উইকেট শিকার করেছেন।

Loading...