loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকায় মাসব্যাপী দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ৮ ডিসেম্বর শুরু


ঢাকায় মাসব্যাপী দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ৮ ডিসেম্বর শুরু

‘ঊনবিংশ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২’ আগামী ৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হবে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে সোমবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত এ-সম্পর্কিত প্রচার উপ-কমিটির দ্বিতীয় সভায় এ-তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সভায় শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রদর্শনী উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও শিল্পকলা একাডেমির আয়োজনে এবার বাংলাদেশসহ বিশ্বের ১১৩ টি দেশের মোট ৪৬৫ জন শিল্পী ৭১২টি শিল্পকর্ম নিয়ে অংশ নেবেন। এরমধ্যে, বাংলাদেশের ১৪৯ জন শিল্পী তাঁদের ১৫৬টি শিল্পকর্মসহ অংশগ্রহণ করবেন।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় মাসব্যাপী অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে বাংলাদেশ, শ্রীলংকা, তুরস্ক, যুক্তরাজ্য ও পোল্যান্ডের পাঁচজন জুরি উপস্থিত থেকে তাঁদের মতামত প্রদান করবেন।

অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে জুরিগণের মূল্যায়নের ভিত্তিতে তিনটি গ্রান্ড পুরস্কার ও ছয়টি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হবে। গ্রান্ড পুরস্কারের ক্ষেত্রে প্রত্যেক বিজয়ীকে পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। সম্মানসূচক পুরস্কার বিজয়ী প্রত্যেকে পাবেন তিন লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র।

Loading...