র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে। তাঁকে বুধবার (২৮ অগাস্ট) গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান জাতীয় বার্তা সংস্থাকে এ-তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যাকাণ্ডের ঘটনায় টিপু মুন্সিকে গুলশান-১ এর একটি বাসা থেকে সোয়া একটায় গ্রেফতার করা হয়েছে।