loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ

  • ঢাকা মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

  • ধনী-গরিব বৈষম্য নিয়ে গবেষণা করে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ

  • গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর-অব্যাহতি

  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালু

জাহিদ হাসানের কাঁচাপাকা দাড়িকাহন


জাহিদ হাসানের কাঁচাপাকা দাড়িকাহন

সর্বশেষ ছবি ‘ডুব’ মুক্তির আগেই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষণা দিয়েছিলেন ‘শনিবারের বিকেল’ নামে একটি ছবি নির্মাণ করবেন তিনি যার ইংরেজি ট্যাগলাইন হবে ‘স্যাটারডে আফটারনুন’। জানা গিয়েছিলো, ছবিতে দেখা যাবে ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানিকে যিনি অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। এতে আরো থাকিবেন নুসরাত ইমরোজ তিশা।

নতুন বছরের প্রথম প্রহরে জানা গেল, ফারুকীর ‘শনিবারের বিকেল’ ছবিতে তিশা ও হুরানি ছাড়াও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হবে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ গত রাত ১২ টায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফ্যানপেজে লাইভে এসে জানান, শনিবারের বিকেল ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান। ঘোষণার সময় জাহিদ হাসান নিজেও উপস্থিত ছিলেন। এসময়ে জাহিদ হাসান বলেন, শনিবারের বিকেল হবে আন্তর্জাতিক মানের একটি সিনেমা। এই ছবির কনসেপ্টটা শুনে আমার কাছে ভালো লাগে। তারপর চূড়ান্ত হয়।

গত ক’মাস ধরেই জাহিদ হাসানকে অন্য লুকে দেখা যাচ্ছিলো। কাঁচাপাকা দাড়ির জাহিদ হাসানকে প্রথম পলকে যে কেউ দেখলেই ভড়কে যাবেন! কথা প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা জট খুললেন দাড়ির রহস্যের। জানালেন, ‘শনিবারের বিকেল’ ছবির চরিত্রের প্রয়োজনেই দাড়ি রেখেছেন। পাশাপাশি কলকাতার একটি ছবিতে (সিতারা) কাজ করবেন, সেজন্যও দাড়ির প্রয়োজন। তাই এক ঢিলে দুই পাখি মারার জন্যই মূলত তিনি দাড়ি রেখেছেন।

বাংলা-ইংরেজি দুটি ভাষায়ই নির্মিত হবে ‘শনিবারের বিকেল’ ছবিটি। এই ছবিতে বাংলাদেশ থেকে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল। আর ভারতের শ্যাম সুন্দর দে। গেল ডিসেম্বর মাসে ছবির শুটিং শুরুর কথা থাকলেও নানাকারণে সেটি হয়নি। আগামী ফেব্রুয়ারি নাগাদ শুরু হবে ‘শনিবারের বিকেল’ ছবির শুটিং।

Loading...