জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন বাংলাদেশের এই অভিনেত্রী। ‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। শুধু তাই নয়, ওই আসরে সেরা চলচ্চিত্র হয়েছে জয়ার ‘বিসর্জন’। আর এই ছবির জন্যই কৌশিক গাঙ্গুলীকে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড দেয়া হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব) ২০১৮’ প্রদান করা হয়।
এর আগে জয়া আহসান ফিল্মফেয়ারে প্রথম মনোনয়ন পেয়েছিলেন ২০১৪ সালে, ‘আবর্ত’ ছবির জন্য। এবার দ্বিতীয়বারেই তিনি কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছেন। ভারতের প্রভাবশালী ম্যাগাজিন ফিল্মফেয়ার। প্রতি বছর ম্যাগাজিনটি বলিউডে আয়োজন করে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মর্যাদায় ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পরেই ফিল্মফেয়ারের অবস্থান। অনেকদিন ধরে কলকাতা চলচ্চিত্রেও ফিল্মফেয়ার আয়োজন করে আসছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস
* সেরা চলচ্চিত্র ‘বিসর্জন’
* সেরা চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)
* সেরা অভিনেত্রী জয়া আহসান (বিসর্জন)
* সেরা অভিনেতা প্রসেনজিৎ (ময়ূরাক্ষী)