বেলারুশের টেনিস তারকা আরিয়ানা সাবালেঙ্কা গত বছরও ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন। তবে ফাইনালে তিনি কোকো গফের বাধা পেরোতে পারেননি। তাঁকে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। যাহোক, এবার আর তিনি সুযোগ হাতছাড়া করেননি। দারুণ লড়াইয়ের পরে হারালেন মার্কিন খেলে...
অ্যান্ডি রডিক ২০০৩ সালে ইউএস ওপেন জয় করেছিলেন। তাঁর পরে যুক্তরাষ্ট্রের আর কোনো পুরুষ টেনিস খেলোয়াড় গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। রডিক ছয় বছর পরে ২০০৯ সালে উইম্বলডনের ফাইনালে ওঠেন। গ্র্যান্ড স্লামে পুরুষ এককে যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড়ের ফাইনালে ওঠা...
যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা ও এমা নাভারো প্রথমবারেরর মতো ইউএস ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন। ৩০ বছর বয়সী জেসিকা এর আগে সবগুলো গ্র্যান্ড স্লাম মিলিয়ে ছয়বার শেষ আট-এ উঠেছিলেন; কিন্তু কোনোবারই সেমিফাইনালে খেলা হয়ে ওঠেনি তাঁর।ষষ্ঠ বাছাই পেগুলা এবার ক...