loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন আলকারা


ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন আলকারা

জার্মানির আলেক্সান্ডার স্পেরেভের শট নেটে আটকে যেতেই প্যারিসের লাল কোর্টে শুয়ে পড়লেন কার্লোস আলকারা; উদযাপন করতে দেরি করলেন না। এরপর ছুটে গেলেন গ্যালারিতে থাকা কোচ ও পরিবারের সদস্যের কাছে। আলকারার এমন উদযাপনের বিশেষত্ব তো রয়েছেই – তিনি প্রথমবার ফ্রেঞ্চ ওপেন টেনিসের ফাইনাল খেলতে নেমেই করেছেন বাজিমাত।

স্পেনের ২১ বছর বয়সী এই তারকা ২-১ সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জিতলেন। এর মাধ্যমে সবচেয়ে কম বেশি খেলোয়াড় হিসেবে তিনটি গ্র‍্যান্ড স্ল্যামজয়ের কীর্তি গড়লেন। তিনি ২০২২ এ ইউএস ওপেন এবং ২০২৩ সালে জিতেন উইম্বলডনের শিরোপা জিতেছিলেন।

আলকারা রোঁলা গারোয়ায় রোববার (৯ জুন) শুরুটা দারুণ করেছেন। প্রথম সেটেই স্পেরেভকে উডিয়ে দেন ৬-৩ গেমে। মনে হচ্ছিল, তিনি সহজেই জিতবেন; কিন্তু না, স্পেরেভ সহজে হাল ছাড়েননি। দ্বিতীয় সেটিই ফিরে আসেন ম্যাচে। এই সেট জিতে নেন ৬-২ ব্যবধানে।

পরের সেটে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকারে যদিও তা জিতে নিয়েছে স্পেরেভ, ৭-৬ গেমে। এরপরে সময় যত গড়িয়েছে, আলকারার তেজ-ধার তত বেড়েছে। স্পেরেভ পরের দুই সেটে এই স্প্যানিয়ার্ডের সামনে দাঁড়াতেই পারেননি। আলকারা চতুর্থ সেট ৬-১ এবং পঞ্চম সেট ৬-২ গেমে জিতে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের মুকুট জয় নিশ্চিত করেন।

স্পেরেভেরও এটি ছিল প্রথম ফাইনাল, যাহোক, তাঁর গ্র‍্যান্ড স্লামের অপেক্ষা আরও বাড়লো।

Loading...