loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন আলকারা


ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন আলকারা

জার্মানির আলেক্সান্ডার স্পেরেভের শট নেটে আটকে যেতেই প্যারিসের লাল কোর্টে শুয়ে পড়লেন কার্লোস আলকারা; উদযাপন করতে দেরি করলেন না। এরপর ছুটে গেলেন গ্যালারিতে থাকা কোচ ও পরিবারের সদস্যের কাছে। আলকারার এমন উদযাপনের বিশেষত্ব তো রয়েছেই – তিনি প্রথমবার ফ্রেঞ্চ ওপেন টেনিসের ফাইনাল খেলতে নেমেই করেছেন বাজিমাত।

স্পেনের ২১ বছর বয়সী এই তারকা ২-১ সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জিতলেন। এর মাধ্যমে সবচেয়ে কম বেশি খেলোয়াড় হিসেবে তিনটি গ্র‍্যান্ড স্ল্যামজয়ের কীর্তি গড়লেন। তিনি ২০২২ এ ইউএস ওপেন এবং ২০২৩ সালে জিতেন উইম্বলডনের শিরোপা জিতেছিলেন।

আলকারা রোঁলা গারোয়ায় রোববার (৯ জুন) শুরুটা দারুণ করেছেন। প্রথম সেটেই স্পেরেভকে উডিয়ে দেন ৬-৩ গেমে। মনে হচ্ছিল, তিনি সহজেই জিতবেন; কিন্তু না, স্পেরেভ সহজে হাল ছাড়েননি। দ্বিতীয় সেটিই ফিরে আসেন ম্যাচে। এই সেট জিতে নেন ৬-২ ব্যবধানে।

পরের সেটে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকারে যদিও তা জিতে নিয়েছে স্পেরেভ, ৭-৬ গেমে। এরপরে সময় যত গড়িয়েছে, আলকারার তেজ-ধার তত বেড়েছে। স্পেরেভ পরের দুই সেটে এই স্প্যানিয়ার্ডের সামনে দাঁড়াতেই পারেননি। আলকারা চতুর্থ সেট ৬-১ এবং পঞ্চম সেট ৬-২ গেমে জিতে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের মুকুট জয় নিশ্চিত করেন।

স্পেরেভেরও এটি ছিল প্রথম ফাইনাল, যাহোক, তাঁর গ্র‍্যান্ড স্লামের অপেক্ষা আরও বাড়লো।

Loading...