চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইসিকোভা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে উইম্বলডন টেনিসের নারী এককের শিরোপা জিতেছেন। তিনি শিনিবার (১৩ জুলাই) ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে ৬-২, ২-৬, ৬-৪ ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয় করেন। পাওলিনি চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ইগা শিয়ােনটেকের কাছে হেরেছিলেন। এবার উইম্বলডনেও হৃদয় ভাঙলো তাঁর।
এই ইতালিয়ান এদিন প্রথম সেটে ক্রেইসিকোভার কাছে পাত্তাই পাননি। ৬-২ ব্যবধানে সেই সেট জিতে নেন ক্রেইসিকোভা। অবশ্য পাওলিনি পিছিয়ে পড়েও হাল ছাড়েননি। তিনি দ্বিতীয় সেট একই ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন। এতে তৃতীয় এবং শেষ সেটই নির্ণায়ক হয়ে ওঠে। ক্রেইসিকোভা সেই সেটে এক পর্যায়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান। পাওলিনি পরে ৫-৪ করলেও লাভ হয়নি। ক্রেইসিকোভা শেষ গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৬-৪ ব্যবধানে সেট, ম্যাচ এবং উইম্বলডন জয় করেন।
ক্রেইসিকোভা এর আগে ২০২১ সালে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম ছুঁয়ে দেখেছিলেন। সেই বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের পরে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের জন্য তাঁকে অপেক্ষা করতে হলো তিন বছর।
ঘাসের কোর্টে প্রথমবার শিরোপা জিতে তাঁর আনন্দ যেন আর ধরে না, ‘অবিশ্বাস্য! এটা আমার টেনিস ক্যারিয়ারের সেরা দিন; আসলে আমার জীবনেরই শ্রেষ্ঠ দিন।’