loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্সেনালের ড্র; লিভারপুল উদ্‌যাপন করতে পারে

  • লা লিগা’র শিরোপা-লড়াই জমিয়ে রাখলো রিয়াল

  • পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • ‘৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর ভিত্তিহীন’

  • প্রধান উপদেষ্টার সাথে কাতারের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ


ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে ‘চতুর্থ ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’-এর সমাপনী শনিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ-ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সর্বমোট ৮৬৭ জন গলফার অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে লে. কর্নেল তৌফিক আহমেদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়াও, ভেটেরান বিভাগে এ কে এম আব্দুর রাজ্জাক, সিনিয়র বিভাগে মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম, লেডিস বিভাগে মিসেস নিলা আজিজ এবং জুনিয়র বিভাগে মাস্টার খান ফারহান আহমেদ বিজয়ী হন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading...