বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশন আয়োজিত ‘স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা-২০২৪’ শেষ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে অনুষ্ঠিত এবারের আসরের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রতিযোগিতার সমাপনী দিনে শনিবার (২৭ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনর সভাপতি শেখ বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ-এর ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, ফেডারেশন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল, সহ-সভাপতি আহমেদুর রহমানসহ অন্যান্যরা। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বিকেএসপি, বাংলাদেশ পুলিশ, কোয়ান্টাম ফাউন্ডেশনসহ ৩৫টি দল ও ক্লাবের ৫০জন পুরুষ ও নারী জিমন্যাস্ট অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে তিন দিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সহ-সভাপতি আহমেদুর রহমান।
আগামী ১২-২০ মে উজবেকিস্তানে এশিয়ান সিনিয়র এবং জুনিয়র জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাইপর্ব হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।