loader image for Bangladeshinfo

শিরোনাম

  • পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে

  • রিজার্ভ ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত

  • চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঢাকা ও বেইজিং-এর মধ্যে নয়টি চুক্তি স্বাক্ষরিত

  • বিএমইউ বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই


স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ পদকজয়ী বাংলাদেশি শুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই। তিনি সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৩১ বছর। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে। এক শোক বার্তায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ বিওএ’র সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীগণের পক্ষ থেকে সাদিয়ার মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

Loading...