loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

শহীদ ফারহান ফাইয়াজ মাঠ উদ্বোধন


শহীদ ফারহান ফাইয়াজ মাঠ উদ্বোধন

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের পশ্চিম পার্শ্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন করেছেন। মাঠ উদ্বোধনের সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন – তাঁদের ত্যাগ কখনও শোধ করা সম্ভব হবে-না। কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে – সেটা আমরা চেষ্টা করছি।’ খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

ক্রীড়া উপদেষ্টা এদিন এই ঘোষণাও দিয়েছেন যে, জুলাই-অগাস্ট অভ্যুত্থানের শহীদদের নামে উপজেলা পর্যায়ে ২২০টির বেশি স্টেডিয়াম স্থাপন হবে। তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই স্টেডিয়ামগুলো স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা আরও বলেন, ‘২০২৫ সালের যে-পাঠ্যপুস্তক আসবে – জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের শহীদদের বীরত্বগাঁথা লেখা থাকবে। আমাদের পরিকল্পনা আছে – পাঠ্যপুস্তকে যেন জুলাই গণঅভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম ধারণ করতে পারে। শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরার প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্লাহ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূইয়া এবং মা ফারহানা দিবা।

Loading...