loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইনজুরি কাটিয়ে ফিরেই মেসির দুই গোল, মায়ামি জয়

  • কুমিল্লা ইপিজেড-এ ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • সিটির জয়ে হালানের গোল, অ্যানফিল্ডে অঘটনের শিকার লিভারপুল

  • এমবাপে-ভিনির গোলে রিয়াল মাদ্রিদের জয়

  • বিএনপি’র সমাবেশ রোববারের পরিবর্তে মঙ্গলবার

জেসিকা প্রথমবার ইউএস ওপেনের সেমিফাইনালে


জেসিকা প্রথমবার ইউএস ওপেনের সেমিফাইনালে

যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা ও এমা নাভারো প্রথমবারেরর মতো ইউএস ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন। ৩০ বছর বয়সী জেসিকা এর আগে সবগুলো গ্র্যান্ড স্লাম মিলিয়ে ছয়বার শেষ আট-এ উঠেছিলেন; কিন্তু কোনোবারই সেমিফাইনালে খেলা হয়ে ওঠেনি তাঁর।

ষষ্ঠ বাছাই পেগুলা এবার কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে শেষ ষোলোয় হারিয়েছেন ২০ বছর বয়সী দিয়ানা শ্নাইদারকে। আর বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি বিশ্বের এক নম্বর এবং শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা শিওনটেকের বিরুদ্ধে জিতেছেন ৬-৪, ৬-২ গেমে। তিনি সেমিতে লড়বেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার বিরুদ্ধে।

এদিন অন্য কোয়ার্টার-ফাইনালে আরেক মার্কিন টেনিস খেলোয়াড় এমা নাভারো – যিনি বর্তমান চ্যাম্পিয়ন স্বদেশি কোকো গফকে শেষ ষোলো থেকে বিদায় করেন – পলা বাদোসাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।

২৩ বছর বয়সী এমা ইউএস ওপেনে এবারই প্রথম এতদূর এলেন। তিনি ফাইনালে উঠার লড়াইয়ে বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কার মুখোমুখি হবেন।

Loading...