দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ক্রীড়াঙ্গনেও যে বড় পরিবর্তন আসবে – সেটি অনুমেয়ই ছিল। তারই ধারাবাহিকতায় বুধবার (২১ অগাস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি পদে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পরে নতুন দায়িত্বে এসেছেন ফারুক আহমেদ। ক্রীড়া সংস্থাসমূহের কার্যক্রম সুষ্ঠু, সক্রিয়, সচল ও নির্বিঘ্ন রাখার প্রয়োজনে বুধবারই দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা ও বিভাগীয় নারী ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা নারী ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ক্রীড়া সংস্থাগুলোতে সর্বজনগ্রহণযোগ্য ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে এ্যাডহক কমিটি গঠন করতে হবে।
চিঠিতে নতুন এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।