loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

ফরাসি ওপেনের হ্যাটট্রিক শিরোপা জিতলেন সুইয়াটেক


ফরাসি ওপেনের হ্যাটট্রিক শিরোপা জিতলেন সুইয়াটেক

লাল কোর্টে নারী এককে এর আগে একজনই টানা তিনবার মুকুট জেতার কীর্তি গড়েছিলেন সাবেক বেলজিয়ান তারকা জাস্টিন হেনিন; পোলিশ তারকা সুইয়াটেক এবার সেই কীর্তিতে ভাগ বসালেন। অন্যদিকে, গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে ইতালিয়ান পাওলিনির এটাই ছিল প্রথম ফাইনাল।

পোলিশ টেনিস তারকা ইগা সুইয়াটেক টানা তৃতীয়বারের মতো ফরাসি ওপেন জিতে নিলেন। তিনি উন্মুক্ত যুগে সবচেয়ে কম বয়সী হিসেবে এই শিরোপা চারবার জিতলেন।

সুইয়াটেক রোলাঁ গারোয় শনিবার (৮ জুন)  ফাইনালে ইতালির জাসমিন পাওলিনিকে সরাসরি সেটে একেবারে উড়িয়ে দিয়েছেন। এক নম্বর তারকা মাত্র ৬৭ মিনিটের এই লড়াইয়ে ৬-২ ও ৬-১ গেমে ম্যাচ জিতে নেন। পোলিশ কন্যা এই নিয়ে ক্যারিয়ারে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। উন্মুক্ত যুগে এত কম ম্যাচে এর আগে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি আর কোনো নারী খেলোয়াড়।

নারীদের টেনিসে জাস্টিন হেনিন ২০০৫, ২০০৬ এবং ২০০৭ সালে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছিলেন। এর আগে গড়েছিলেন মনিকা সেলেস (১৯৯০-৯২)। সেই নজিরই স্পর্শ করলেন সুইয়াটেক। তিনি ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে টানা জিতলেন। তিনি এর আগে ২০২০ সালেও এই ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন।

পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন স্পেনের কার্লোস আলকারা ও জার্মানির আলেকজান্দার স্পেরেভ।

Loading...