loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪


শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের আয়োজনে ‘স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪’ শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শুরু হওয়া প্রতিযোগিতাটি উদ্বোধন করেছেন ফেডারেশনের সহ-সভাপতি আহমেদুর রহমান। ২৫-২৭ এপ্রিল অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বিকেএসপি, বাংলাদেশ পুলিশ, কোয়ান্টামসহ জুনিয়র-সিনিয়র বিভাগে ৩৫ টি দল-ক্লাবের প্রায় ৫০ জন পুরুষ ও নারী জিমন্যাস্ট অংশ নেবেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

মূলতঃ আগামী ১২-২০ মে উজবেকিস্তানে অনুষ্ঠেয় এশিয়ান (সিনিয়র ও জুনিয়র) জিমন্যাস্টিক্স  প্রতিযোগিতার দল নির্বাচনের বাছাইপর্ব হিসেবে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান ২৭ এপ্রিল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ফেডারেশন সভাপতি শেখ বশির আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)’র মহাসচিব  সৈয়দ শাহেদ রেজা।

Loading...