নাপোলি সিরি-আ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে এসি মিলানকে ২-০ গোলে পরাজিত করে। দলটি এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানকে সাত পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছে। কোচ অ্যান্টোনিও কন্টের অধীনে পুনরুজ্জীবিত দলটি মঙ্গলবার (২৯ অক্টোবর) সান সিরোতে প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলে। সফরকারীরা রোমেলু লুকাকু ও কাভিচা কাভারাস্খেলিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। মিলান চলতি মৌসুমে তৃতীয় এই পরাজয়ে বর্তমানে নাপোলির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে।
বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন। ২০২৪ সালে নাপালি দলে যোগ দেওয়া লুকাকুর এটি ছিল মৌসুমের চতুর্থ গোল। ফ্র্যাংক আনগুইসার পাসে লুকাকু মিলান গোলরক্ষক মাইক মেইগন্যানকে পরাস্ত করেন।
এরপরে নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেত প্রথমার্ধে দুটি দারুণ সেইভ করে দলকে রক্ষা করেছেন।
৪৩ মিনিটে জর্জিয়ান উইঙ্গার কাভারাস্খেলিয়া ব্যবধান দ্বিগুণ করেন। তিনি বক্সে প্রবেশ করে জোরালো শটে বল জালে জড়ান।
মিলানের ক্লাবটি বিরতির দুই মিনিট পরে আলভারো মোরাতার হেডে এক গোল শোধ করেছিল, কিন্তু ভিএআর অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেয়। তাঁরা অবশ্য এরপরেও কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকটি আক্রমণ করেছিল, কিন্তু মেরেতের দক্ষতায় এর কোনোটাই কাজে আসেনি। ৮৩ মিনিটে রাফায়েল লিয়াওকে হতাশ করে মেরেত আবারো নাপোলিকে রক্ষা করেন।
শেষ পর্যন্ত ঐ দুই গোলেই নাপোলি জয় নিশ্চিত হয়।
দিনে অন্যান্য ম্যাচে বোলোনিয়া ২-০ ব্যবধানে কালিয়ারিকে হারিয়ে টেবিলের দশম স্থানে উঠে এসেছে। এছাড়া, লিস ৫১ মিনিটে প্যাট্রিক ডরগু’র করা একমাত্র গোলে নয়জনে নেমে আসা ভেরোনাকে হারিয়ে তলানির থেকে দুই ধাপ উপরে উঠেছে।