জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার (৬ এপ্রিল) এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ থেকে ১৭ এপ্রিল তারিখের মধ্যে বিষয় নির্বাচনের আবেদন করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের জবির অফিসিয়াল ওয়েবসাইট (www.admission.jnu.ac.bd )-এ লগইন করে আবেদন সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন বণ্টন শিফটভিত্তিক, বিভাগওয়ারি এবং উচ্চ মাধ্যমিক শাখা অনুযায়ী নির্ধারিত হয়েছে। প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট আসনসংখ্যা উল্লেখ করা হয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সময়মতো আবেদন করে নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে।