loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

আমাদের শোক ভুলিয়ে দাও...


আমাদের শোক ভুলিয়ে দাও...

এম এম মঞ্জুর মোর্শেদ

কি বিচিত্র এই জীবন! মাত্র দুই দিন আগে বাঁধনহারা আনন্দে ভেসে গিয়েছিলো এই দেশ, আর আজ এক গভীর শোকে নিমজ্জিত জাতি। ভবিতব্য কারো হাতে থাকে না, তবে দূরদর্শিতা, সাবধানতা ঝুঁকি অনেক কমাতে পারে।

তবে কঠিন বাস্তবতা হলো শোক নিয়ে বসে থাকা যায় না। বাংলাদেশ ক্রিকেট দলও তা পারবেনা। মাঠের খেলা মাঠেই খেলতে হবে। বুকে গভীর বেদনা নিয়েও প্রেমাদাসার উইকেটে আজ টস হবে, রান হবে, উইকেট পড়বে, কেউ জিতবে কেউ হারবে।

ইতিহাস বলে, শোককে যতটা শক্তিতে পরিণত করা যায়, আর কিছু দিয়ে ততটা হয় না। আজকের খেলা তোমাদের শোককে শক্তিতে রূপান্তরের পরীক্ষার দিন। এই খেলার ধরণই হলো হুঙ্কার দেওয়া, আর একটা হুঙ্কারযুক্ত জয়ই হয়তাে পারবে আমাদের বিমান দুর্ঘটনার শোক কিছুটা ভুলিয়ে রাখতে।

যাহােক, আমি জানিনা সাব্বির আজ (১৪ মার্চ) খেলবে কিনা, তবে সুযোগ পেলে তাঁর জবাব দেওয়াই উচিত। আমার মতে তাঁকে খেলানো উচিত। উইনিং কম্বিনেশন ভাঙ্গার ফল ভালো হয় না। আজকের ম্যাচে আমাদের বোলারদেরও অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে, প্রতিদিনই তো আর ব্যাটিং দিয়ে ম্যাচ জেতা যায় না!

জাতির অনুরোধ বা আবদার যাই বলা হোক না কেন, তোমাদের কাছে একটা শোক-ভোলানো জয় আমরা চাই...

Loading...