loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিগ ওয়ান-এর বর্ষসেরা খেলোয়াড় হলেন ডেম্বেলে

  • সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার

  • ঈদ উপলক্ষ্যে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

দেশের সেরা ক্রীড়াবিদের সম্মাননা প্রদান করবে বিএসপিএ


দেশের সেরা ক্রীড়াবিদের সম্মাননা প্রদান করবে বিএসপিএ

সংগঠনের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নিরিখে ১০ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননায় ভূষিত করবে দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। সংগঠনের হীরক জয়ন্তী উপলক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর বর্নাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ১০ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হবে। 

অলিম্পিক ভবনের ডাচ বাংলা অডিটরিয়ামে বুধবার (২৮ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ-কথা জানান বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন – সহ-সভাপতি কাজী শহীদুল আলম ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

নয় জনের বিচারক প্যানেলের মাধ্যমে সাত ডিসিপ্লিনে ১০ ক্রীড়াবিদ বেছে নেওয়া হয়েছে। ফুটবলে কাজী মো. সালাহউদ্দিন, প্রয়াত মোনেম মুন্না, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, অ্যাথলেটিক্সে প্রয়াত শাহ আলম, সাঁতারে মোশাররফ হোসেন খান, বক্সিংয়ে মোশাররফ হোসেন, দাবায় নিয়াজ মোর্শেদ, শুটার আসিফ হোসেন খান ও গলফার সিদ্দিকুর রহমানকে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা হিসেবে  প্রত্যেককে  ট্রফি এবং নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে।

একইসঙ্গে দেশের ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ ক্রীড়া সংবাদিক ও লেখককে হীরক জয়ন্তী সম্মাননা প্রদান করা হবে। এই বিভাগে নির্বাচিতরা হলেন – প্রয়াত আব্দুল হামিদ, প্রয়াত তৌফিক আজিজ খান, প্রয়াত বদি-উজ-জামান, মুহাম্মদ কামরুজ্জামান, আব্দুল তৌহিদ, প্রয়াত আতাউল হক মল্লিক, মতিউর রহমান চৌধুরী, দিলু খন্দকার, শহিদুল আজম ও মোস্তফা মামুন।

এছাড়া, বিশেষ সম্মানা প্রদান করা হবে – স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ব্যাটে জয়-বাংলা স্লোগান লিখে মাঠে নামার অসীম সাহসিকতা দেখানো জাতীয় ক্রিকেট  দলের সাবেক অধিনায়ক এএসএম রকিবুল হাসানকে।

Loading...