loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এডিবি চারটি প্রকল্পে বাংলাদেশ ১৩০ কোটি ডলার ঋণ দেবে

  • হজযাত্রীর কোটা বৃদ্ধি না-করার জন্য সৌদি সরকারের প্রতি ধর্ম উপদেষ্টার অনুরোধ

  • রাজধানীর শিশুমেলা-আগারগাঁও সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার

  • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি

সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ


সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

ঐতিহ্যবাহী জার্মান ক্লাব হামবুর্গ ঘরের মাঠে শনিবার (১০ মে) উলমকে ৬-১ গোলে বিধ্বস্ত করে সাত বছর পরে বুন্দেসলিগায় ফিরেছে। এদিন ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে ভক্সপার্কস্টেডিওনে ঘরের মাঠে প্রায় ৫৭ হাজার দর্শক মাঠে নেমে আসে।

জার্মানির তিনটি ক্লাব এ-পর্যন্ত ইউরোপীয়ান কাপে শিরোপা জয় করেছে; যার মধ্যে হামবুর্গ একটি। ছয়বারের লিগ চ্যাম্পিয়ন হামবুর্গ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে। তবে, ২০১৮ সালে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা থেকে অবনমিত হওয়ার পরে ২০২৪ সাল পর্যন্ত ফিরতে পারেনি। 

উলম শনিবার ম্যাচের সাত মিনিটের মধ্যে টম গালের গোলে এগিয়ে গিয়েছিল। যাহোক, স্বাগতিক দল পরের তিন মিনিটের মধ্যে লুডোভিট রেইসের গোলে সমতায় ফেরে। উলম ৩৬ মিনিটে পেনাল্টি মিস করে; এই সুযোগে রানসফোর্ড-ইয়েবোহা ও ডেভি শেলকের দ্রুত দুই গোলে হামবুর্গ প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায়। 

হামবুর্গ ৪৮ মিনিটে ফিলিপ স্টর্ম্ফের আত্মঘাতী গোলে আরও এগিয়ে যায়। এরপরে ৬২ ও ৮৬ মিনিটের গোলে হামবুর্গ ২,৫৫৫ দিন পরে আবারো জার্মানির শীর্ষ ফুটবল লিগে ফিরে আসা নিশ্চিত করে ফেলে।

Loading...