loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মানুষের কল্যাণে আইনজীবীদের কাজ করতে হবে: শফিকুর রহমান

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

  • নববর্ষ জাতীয়ভাবে একসঙ্গে উদযাপনের উদ্যোগ

  • ‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল

  • ঈদের ছুটিতে চিকিৎসাসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা জারি

‘মনের বন্ধু’ অ্যাপ উন্মোচন করলেন আইসিটি প্রতিমন্ত্রী


‘মনের বন্ধু’ অ্যাপ উন্মোচন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

মানসিক স্বাস্থ্যসেবা সারাবিশ্বের মানুষের হাতের নাগালে নিয়ে যেতে ‘মনের বন্ধু’ নামে একটি অ্যাপ উন্মোচন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানে এই অ্যাপ উন্মোচন করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রতিমন্ত্রী বলেন, মন যা চায়, তা-ই করতে হবে। মনের কথা শুনতে হবে। ‘মনের বন্ধু’ শব্দের মধ্যে একটা আবেগ আছে। মানসিক স্বাস্থ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে। পাশাপাশি আমাদের চিন্তা-চেতনাকে উন্নত করতে হবে, যা আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।

তিনি বলেন, মানসিক অসুস্থতা মানেই পাগল নয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। ‘মনের বন্ধু’র বিভিন্ন ধরনের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে গেছে। এই অ্যাপ মানুষের মন ভালো রাখতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘মনের বন্ধু’ অ্যাপ ১৭ কোটি মানুষের উপকারে আসবে।

অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ‘চিরকুট’ ব্যান্ডের সুমি ও অভিনেত্রী অপি করিম।

Loading...