loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিগ ওয়ান-এর বর্ষসেরা খেলোয়াড় হলেন ডেম্বেলে

  • সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার

  • ঈদ উপলক্ষ্যে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

নাদালকে ছোঁয়ার পথে জোকোভিচ


নাদালকে ছোঁয়ার পথে জোকোভিচ

নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের প্রথম রাউন্ড থেকেই পায়ের হ্যামস্ট্রিংয়ের আঘাতে ভুগছেন। সেই চোট নিয়েই শনিবার (২১ জানুয়ারি) সরাসরি সেটে জিতে চতুর্থ রাউন্ডে উঠেছেন সার্বিয়ান এই সুপারস্টার। তৃতীয় রাউন্ডে বলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৭-৬ (৯-৭), ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেছেন রেকর্ড নয়বার অস্ট্রেলিয়ান ওপেন জেতা এই তারকা।

টাইব্রেকারে গড়ানো প্রথম সেটে নড়াচড়া করতেই কষ্ট হচ্ছিলো তাঁর। তবে, দুবার মেডিকেল টাইমআউট নিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয়ই তুলে নেন ৩৫ বছর বয়সী জোকোভিচ।

রাফায়েল নাদাল মেলবোর্নে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় তাঁর গড়া ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন জোকার। 

শেষ ষোলোতে জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডে মিনাউর।

Loading...