loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিগ ওয়ান-এর বর্ষসেরা খেলোয়াড় হলেন ডেম্বেলে

  • সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার

  • ঈদ উপলক্ষ্যে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

দেশের প্রথমবারের মতো নারী কর্পোরেট লিগ কাবাডি


দেশের প্রথমবারের মতো নারী কর্পোরেট লিগ কাবাডি

বাংলাদেশের কাবাডিতে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এই প্রথমবারের মতো হবে কর্পোরেট উইমেন্স কাবাডি লিগ। ছয় দল নিয়ে রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে ১০ দিনের এই লিগ।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনের  ডাচ বাংলা অডিটোরিয়ামে শনিবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, লিগ কমিটির  চেয়ারম্যান,পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের  যুগ্ম সম্পাদক, লিগ কমিটির  কো-চেয়ারম্যান গাজী মো: মোজাম্মেল হক, যুগ্মসম্পাদক নেওয়াজ সোহাগ। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

হাবিবুর রহমান বলেন, দেশের নারী খেলোয়াড়দের আর্থিক দিক বিবেচনা করে প্রথমবারের মতো মেয়েদের করপোরেট কাবাডি লিগ আয়োজন করা হচ্ছে। ৩১ জানুয়ারি পর্যন্ত  জাতীয় কাবাডি স্টেডিয়ামে হবে ডাবল লিগ পদ্ধতির এই প্রতিযোগিতা।

তিনি আরও বলেন, ‘করপোরেট লিগ হলে কাবাডির মেয়েরা আর্থিকভাবে লাভবান হবে। তখন মেয়েরা কাবাডির প্রতিও আগ্রহী হবে। এই টুর্নামেন্ট থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে।’

তিনি আরও জানান,পারফরমেন্সের ভিত্তিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা ছয় জন খেলোয়াড়কে ছয় দলের আইকন মনোনীত করা হয়েছে।

ছয়টি দলের মালিকানায় রয়েছে দেশের ছয়টি করপোরেট হাউজ। দলগুলো হলো – বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় মতলব থান্ডার, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্লাডিয়েটর্স।

Loading...