loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

পেশাগত ব্যাধির তালিকা হালনাগাদ করা হবে: শ্রম প্রতিমন্ত্রী


পেশাগত ব্যাধির তালিকা হালনাগাদ করা হবে: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি বলেছেন, প্রায় শতবছর পূর্বে তৈরিকৃত পেশাগত ব্যাধির তালিকা হালনাগাদ করা হবে। তিনি বলেন, দেশে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে, সেগুলোতে বিদ্যমান আপদ বিবেচনায় পেশাগত ব্যাধির তালিকা হালনাগাদের প্রয়োজন দেখা দিয়েছে। তিনি রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে রোববার (২২ জানুয়ারি) জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেইফটি কাউন্সিলের ১২তম সভায় সভাপতির বক্তব্যে এ-কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালাও হালনাগাদ করা জরুরি হয়ে পড়েছে। এ-লক্ষ্যে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা-২০১৩ হালনাগাদকরণের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন তিনি।  

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী বলেন, পেশাগত ব্যাধির প্রাথমিক তালিকা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে সংগ্রহ করা যেতে পারে। প্রাপ্ত তালিকার উপর সকল স্টেকহোল্ডার এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণের কাছ থেকে মতামত গ্রহণের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে তালিকা হালনাগাদ করা হবে।

সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দীন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রহিম খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আশরাফ আহাম্মেদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদাসহ আইএলও, বিজিএমইএ এর প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেইফটি কাউন্সিলের সদস্যগণ অংশগ্রহণ করেন।

সভায় শেষে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত পেশাগত সেইফটি ও স্বাস্থ্যবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২০৩০) এবং বাংলাদেশে পেশাগত সেইফটি ও স্বাস্থ্যবিষয়ক জাতীয় প্রোফাইল ২০১৯-এর (বাংলা অনুবাদ) মোড়ক উন্মোচন করা হয়। 

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...