loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিগ ওয়ান-এর বর্ষসেরা খেলোয়াড় হলেন ডেম্বেলে

  • সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার

  • ঈদ উপলক্ষ্যে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচ


অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে দশমবারের মতো পুরুষ এককের ফাইনালে উঠেছেন সার্বিয়া তারকা নোভাক জকোভিচ। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শুক্রবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত সেমিফাইনালে আমেরিকার অবাছাই টমি পলকে ৭-৫, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেন জকোভিচ।

ক্যারিয়ারে রেকর্ড ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য ফাইনালে চতুর্থ বছাই এই সার্বিয় তারকা প্রতিদ্বন্দ্বিতা করবেন গ্রিসের স্টিফানোস সিতসিপাসের বিপক্ষে। এর আগে, তৃতীয় বাছাই এই গ্রিক তারকা ৭-৬ (৭/২), ৬-৪ , ৬-৭ (৬/৮) ও ৬-৩ গেমে রাশিয়ার কারেন কাচানোভকে হারিয়ে ফাইনালে উঠেছেন।

রোববার অনুষ্ঠেয় ফাইনাল জিতলেই রাফায়েল নাদালের সমান ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের পাশে স্থান পাবেন জকোভিচ। সেই সঙ্গে ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা ফের ফিরে পাবেন বিশ্বের এক নম্বর স্থান। এর মাধ্যমে গত জুনের পরে ফের শীর্ষস্থান দখল করবেন জকোভিচ। অবশ্য রোববার জয়লাভ করতে পারলে অপর ফাইনালিস্ট সিতসিপাসেরও রয়েছে শীর্ষস্থান লাভের সুযোগ।

Loading...