loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সাবালেঙ্কার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়


সাবালেঙ্কার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়

বেলারুশের আরিনা সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের শিরোপা জিতেছেন। রড লোভার অ্যারেনায় শনিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে উম্বলডনজয়ী কাজাকাস্থানের এলেনা রাইবাকিনাকে ৪-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে নিজের ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।

২ ঘন্টা ২৮ মিনিট স্থায়ী তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচ শেষে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করে কান্নায় ভেঙে পড়েন ২৪ বছর বয়সী এই টেনিস তারকা। ম্যাচ জয়ের পরে, মস্কোয় জন্মগ্রহণ করা প্রতিপক্ষ রাইবাকিনার সঙ্গে আলিঙ্গনকালে অশ্রু মুছতে থাকেন তিনি।

ট্রফি গ্রহণের পরে নিজ সহকর্মীদের উদ্দেশ্যে সাবালেঙ্কা বলেন, ‘ধন্যবাদ সহকর্মীবৃন্দ; সফরের সবচেয়ে পাগল একটি দল, যে-দলটিকে অনেক চরাই-উৎরাই পার করতে হয়েছে।’ 

২২তম বাছাই রাইবাকিনাকে হারিয়ে শিরোপা জেতা পঞ্চম বাছাই এই তারকা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি দুর্দান্ত খেলোয়াড়দের একজন, আমাদের অবশ্যই আরও অনেক লড়াই হবে। আশা করছি, সেগুলো হবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে।’

নিজের খেলা ম্যাচগুলোর মধ্যে এটি সেরা কি-না – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবালেঙ্কা বলেন, ‘আমি বলবো, এটাই ছিল (সেরা ম্যাচ)। তিনি (রাইবাকিনা) অবিশ্বাস্য টেনিস খেলেছেন। জয়ের জন্য আমাকে কঠিন লড়াই করতে হয়েছে। এটি ছিল দুর্দান্ত এক ম্যাচ, এই লড়াই আমি দারুণভাবে উপভোগ করেছি।’

এই সাফল্যের মাধ্যমে সাবালেঙ্কা পোল্যান্ডের ইগা শিয়োনতেককে পেছনে রেখে পৌঁছে যাবেন বিশ্ব র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে।

মেলবোর্ন পার্কে দুই সপ্তাহের এই টেনিস-যুদ্ধে জয়ী হয়ে সাবালেঙ্কা অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইনকে বলেন, ‘যা ঘটেছে – সেটি অনুধাবন করতে আমার আরও কয়েকদিন সময় লাগবে। ওহ আমার সৃষ্টিকর্তা, সত্যিকারার্থে আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

Loading...