loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউভেন্টাসের বিপদ বাড়ছেই, পিএসজি-রিয়ালেও হতাশা


ইউভেন্টাসের বিপদ বাড়ছেই, পিএসজি-রিয়ালেও হতাশা

লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা ও লিগ ওয়ান – রোববার (২৯ জানুয়ারি) রাতে ইউরোপের শীর্ষ চার ফুটবল লিগেই খেলতে নেমেছিল পরাশক্তি ক্লাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল না, ছিল এফএ কাপে। ছুটির দিনে হওয়া ম্যাচগুলোতে বড় দলগুলোর বেশির ভাগই হতাশা নিয়ে মাঠ ছেড়েছে। হেরেছে লিভারপুল ও ইউভেন্টাস; ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পিএসজি-রিয়াল মাদ্রিদকে।

দেখে নেওয়া যাক রোববার রাতের ইউরোপের ফুটবলে কোথায় কি ঘটেছে –

ইতালির সিরি আ

দলবদলের আর্থিক বিবরণীতে অনিয়মের দায়ে গত সপ্তাহে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল ইউভেন্টাসের। যে-কারণে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান থেকে দশম স্থানে নেমে যেতে হয় দলটিকে। এবার মাঠেও পয়েন্ট খুইয়ে চলেছে ইউভেন্টাস। অ্যাটালান্টার সঙ্গে ড্র করার পরে রোববার মোনৎসার কাছে হেরেই গেলো মাসিমিলিয়ানো আলেগ্রির দল। ঘরের মাঠে ২-০ ব্যবধানের এই হারে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে নেমে গেছে ইউভরা। ২০ ম্যাচে পয়েন্ট ২৩। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে সেরা চারে থাকতে হবে। এ মুহূর্তে চতুর্থ স্থানে থাকা আতালান্তার চেয়ে ১৫ পয়েন্ট পেছনে জুভেন্টাস।

৫৩ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি ‘আ’-র শীর্ষে এখন নাপোলি। রোববার রাতে জিওভান্নি সিমিওনের শেষ মুহূর্তের গোলে রোমাকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। ৩৭ পয়েন্ট নিয়ে রোমা আছে ষষ্ঠ স্থানে।

১৯৯০ সালে সর্বশেষ লিগ জেতা নাপোলি এদিন ১৭ মিনিটে ভিক্টর ওশিমেনের গোলে এগিয়ে যায়। ৭৫ মিনিটে জোসে মরিনিওর দলকে সমতায় ফেরান স্তেফান এল শারাউই। ৮৬ মিনিটে গোল করে নাপোলিকে ৩ পয়েন্ট এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সিমিওনে।

পয়েন্ট তালিকার ১৬ নম্বরের দল সাসুওলোর কাছে ৫-২ ব্যবধানে হেরেছে এসি মিলান। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে এটি এসি মিলানের চতুর্থ হার। দলটির হয়ে দুই গোল করেন অলিভিয়ের জিরু ও দিভোক ওরিগি। গতবারের চ্যাম্পিয়নদের অবস্থান এখন পাঁচ নম্বরে।

লা লিগা

স্পেনের লা লিগায় নেমেছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যে অ্যাটলেটিকো জিতলেও রিয়ালকে মাঠ ছাড়তে হয়েছে ড্র নিয়ে। ওসাসুনার মাঠে অ্যাটলেটিকো বদলি নামা সাউল নিগেজের গোলে ১-০ ব্যবধানে জেতে। আর নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করেছে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে।

৪৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল, ৩৯ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদ আছে তৃতীয় স্থানে। অ্যাটলেটিকো ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

বুন্দেসলিগা

জার্মানির বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ড ২-০ গোলে হারিয়েছে বায়ার লেভারকুজেনকে। জুড বেলিংহামের অধিনায়কত্বে ম্যাচটিতে ডর্টমুন্ডের হয়ে গোল করেন করিম আদেমি, অপর গোলটি লেভারকুসেনের এডমন্ড তাপসোবার আত্মঘাতী।

এই জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে ডর্টমুন্ড। ১৮ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। ৩৬ ও ৩৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে আছে ইউনিয়ন বার্লিন ও লাইপজিগ।

ফ্রেঞ্চ লিগ ওয়ান

বিশ্বকাপের পরে এই প্রথম শুরুর একাদশে মেসি, নেইমার, এমবাপেকে নিয়ে নেমেছিল পিএসজি। তবু, পয়েন্ট তালিকার ১১ নম্বরে থাকা রিম-এর বিপক্ষে জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি। ৫১ মিনিটে দারুণ এক গোলে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। যোগ করা সময়ের শেষ মিনিটে আর্সেনাল থেকে ধারে খেলতে আসা ফ্লোরেইন বালোগানের গোলে সমতা ফেরায় রিম।

১-১ ড্রর পরও অবশ্য ফ্রেঞ্চ লিগ ওয়ান-এর ১ নম্বরে রয়েছে পিএসজি। সমান ২০ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লাঁস। রাতের অন্য ম্যাচে লিলকে ১-০ ব্যবধানে নিস, আজাসিওকে ২-০ ব্যবধানে লিঁও এবং অঁজাকে ৪-০ ব্যবধানে হারায় ব্রেস্ট।

এফএ কাপ

রোববার রাতে যে ছয়টি দল এফএ কাপ খেলতে নেমেছিল, তার মধ্যে পরাশক্তি একমাত্র লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দল বড় অঘটনেরই শিকার হয়েছে। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়োনের কাছে ২-১ ব্যবধানে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলো লিভারপুল। 

অপর ম্যাচে, স্টেভেনাজকে ৩-১ ব্যবধানে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে স্টোক সিটি। রেক্সহাম-শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ ৩-৩ সমতায় শেষ হওয়ায় পঞ্চম রাউন্ডে যাওয়ার জন্য আবার মুখোমুখি হবে এই দুই দল।

Loading...