loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শ্রীলংকাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

  • জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল ঘোষণা

  • ভিনিসিয়ুসের নৈপুণ্যে ওসাসুনার বিরুদ্ধে রিয়ালের জয়

বিপিএল: মেহেদীর ব্যাটিংয়ে রংপুরের জয়


বিপিএল: মেহেদীর ব্যাটিংয়ে রংপুরের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সিক্সার্সের পরে ঢাকা ডমিনেটর্সকে হারালো রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার পাঁচ উইকেটে জিতেছে দলটি। ঢাকার দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে রংপুর পৌঁছে যায় ছয় বল হাতে রেখেই। এই জয়ে আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো রংপুর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ সোমবার (৩০ জানুয়ারি) ঢাকা ডমিনেটর্সের করা ১৪৪ রান রংপুর রাইডার্স টপকে গেছে শেখ মেহেদী হাসানের ৪৩ বলে ৭২ রানের ইনিংসে ভর করে। ম্যাচ-সেরা মেহেদী রংপুরের পাঁচ উইকেটের জয়ে ১৩ রানে এক উইকেটও শিকার করেছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুতেই ওপেনার মোহাম্মদ নাঈম আউট হলে তিন নম্বরে নামেন মেহেদী। পাওয়ারপ্লেতে স্পিনের বিপক্ষে দ্রুত রান তুলে রংপুরের রানতাড়ার কাজটা সহজ করে দেন তিনি; ওপেনার রনি তালুকদারের (২৮ বলে ২৯) সঙ্গে যোগ করেন ৪২ বলে ৬৩ রান।

আউট হওয়ার আগে নুরুল হাসান ও মোহাম্মদ নেওয়াজের সঙ্গেও কার্যকর জুটি গড়েন মেহেদী। শেষ পর্যন্ত, আল আমিন হোসেনের বলে এলবিডব্লুর শিকার হন; রিভিউ নিয়েও রক্ষা হয়নি। তাঁর ৭২ রানের ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। এক ওভার বাকি থাকতেই ১৪৪ রান টপকে যায় রংপুর।

ঢাকার সালমান ইরশাদ ৩৬ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন।

রংপুরের মতো ঢাকার ইনিংসও প্রায় একাই টেনেছেন উসমান গনি। তিনে নামা এই আফগান ব্যাটসম্যান ৫৫ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন। সাতটি চার ও তিনটি ছক্কা ছিল উসমানের ইনিংসে। তিনি শেষ ওভারে দুই ছক্কা ও একটি চার মেরে ঢাকার স্কোর কিছুটা ভালো অবস্থানে নিয়ে যান।

এদিন চার ওভারে ২৭ রানে দুই উইকেট শিকার করা আজমতউল্লাহ ওমরজাই ছিলেন রংপুরের সেরা বোলার।

Loading...