loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত


কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণসভা ও পুনর্মিলনীর দুইদিনব্যাপী অনুষ্ঠান শনিবার (৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। দ্বিতীয় ও শেষ দিনে অনুষ্ঠিত হয় – জব ফেয়ার, স্মৃতিচারণ, বিভাগীয় ফেস্ট ইত্যাদি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৭২ ব্যাচ থেকে শুরু করে ২০১৬ ব্যাচের প্রায় ১১ শতাধিক এ্যালামনাই ও তাঁদের পরিবারসহ প্রায় দুই সহস্রাধিক লোকের অংশগ্রহণে এই মিলন মেলা হয়েছে।

দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা, বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন – বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার, খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল ও বিআইটি, খুলনার প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. এম. এ. হান্নান এবং কুয়েট-এর প্রাক্তন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন বিশেষ অতিথি ছিলেন।

এছাড়া, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীগণ তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. বাসুদেব চন্দ্র ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মো. আবু জাকির মোর্শেদ।

Loading...