loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত...


ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত...

পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। বসন্তকে বলা হয় ‘ঋতুরাজ’। আর এই ঋতুরাজকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ আয়োজন করে ‘বসন্ত উৎসব ১৪২৯’। সারাদেশে একই সঙ্গে উদ্‌যাপন করা হচ্ছে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ও।

ঋতুরাজ বসন্ত রাজধানীকে রাঙিয়ে দিয়েছে বর্ণিল এক উৎসবের আনন্দে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) একই সঙ্গে পড়েছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এই দুই উপলক্ষ মানব-মানবীর হৃদয়কেও মিলিয়ে দিয়েছে প্রীতি ও প্রণয়ের নিবিড় বন্ধনে।

এদিন সকাল থেকেই ঋতুরাজ বসন্তকে বরণ করতে উজ্জ্বল বর্ণের সাজসজ্জা করে ঘর থেকে বেরিয়ে পড়েন নগরবাসী। জীবিকার প্রয়োজনে কর্মস্থলেই হোক, বা প্রিয়জনের সঙ্গে বেড়াতে যাওয়াই হোক – তাঁরা বেছে নিয়েছেন বসন্তের উপযোগী পোশাক। নারীদের পরনে ছিল বাসন্তী বা লাল রঙের শাড়ি, সালোয়ার-কামিজ। গোলাপ, গাঁদা, মল্লিকা দিয়ে করেছেন সাজসজ্জা। গায়ে জড়িয়েছেন এসব রঙিন ফুলের মালা। অনেকে মাথায় তুলেছেন নানা জাতের ফুলের তৈরি রিং।

পুরুষের পোশাকে ছিল সঙ্গিনীর পোশাকের সঙ্গে মানানসই রঙের পাঞ্জাবি। গণপরিবহনে, রিকশায়, মোটরসাইকেলে, অফিসে পথে চলমান মানুষের সারিতে বসন্তের বর্ণবাহার এই যান্ত্রিক মহানগরীর দৃশ্যপটকেও লাবণ্যময় করে তুলেছে। আর সেসবের প্রতিচ্ছবি উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। অনেকেই ছবি তুলে পোস্ট করছেন নিজের ওয়ালে।

নববসন্তের দিনটিকে আরও আনন্দময় করে তুলতে সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয়েছে বসন্ত উৎসব। বরাবরের মতোই জাতীয় বসন্ত উদ্‌যাপন পরিষৎ-এর আয়োজনে চলছে বসন্ত উৎসব। সকালে বেঙ্গল পরম্পরা সংগীত বিদ্যালয়ের শিল্পীদের সমবেত যন্ত্র ও কণ্ঠে রাগবাহার পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে, গানের পালায় সুরের ঝর্নাধারা বইয়ে দিয়েছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংগীত সংগঠনের শিল্পীরা।

এদিকে বিশ্ব ভালোবাসা দিবস উদ্‌যাপনে জুটি বেঁধে অনেকেই বেরিয়ে পড়েছেন ঘর থেকে। পরস্পরকে উপহার দিয়ে, প্রণয়ের সম্ভাষণে, ঘুরেফিরে সানন্দে দিনটি কাটাচ্ছেন তাঁরা।

শিল্পকলা একাডেমিতে বসন্ত উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ১ ফাল্গুন ১৪ ফেব্রুয়ারি ‘বসন্ত উৎসব ২০২৩’ আয়োজন করেছে। বিকেল চারটায় একাডেমির নন্দনমঞ্চে বিভিন্ন কর্মসূচি নিয়ে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সংগীত, কবিকন্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, বসন্তের পোষাক প্রদর্শনী ও কোরিওগ্রাফির নান্দনিক আয়োজন করা হয়েছে।

একাডেমি সূত্র জানায়, নব ফাল্গুনের এই বর্ণিল উৎসবে বিশেষ আয়োজন হিসেবে সকল নারী দর্শকদের মাথায় ফুলের রিং ও পুরুষদের হাতে ফুলের মালা রাখার আহ্বান জানানো হচ্ছে। উপস্থিত দর্শদের মধ্যে সাজসজ্জায় শ্রেষ্ঠ ১০ জনকে পুরস্কৃত করা হবে।

Loading...