loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মাটিপের আত্মঘাতী গোলে লিভারপুলকে হারালো টটেনহ্যাম

  • মার্টিনেজের চার গোলে ইন্টারের জয়, জিতেছে নাপোলিও

  • বার্সাকে টপকে আবারও শীর্ষে রিয়াল

  • ‘হার্টের যত্নে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি’

  • ‘হাসি-খুশি থাকাও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে’

বাংলাদেশ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


বাংলাদেশ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিইউ’র উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা আয়োজন করা হয়। এদিন সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এছাড়া, জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে পরে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সভাকক্ষে মহান ভাষা আন্দোলনের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিইউ’র ইংরেজি বিভাগের প্রধান শেখ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবাল, সোশিওলোজি বিভাগের প্রধান ড. এম এম এনামুল আজিজ, ইইই বিভাগের প্রধান মোঃ

মুহাইমিন, গণিত বিভাগের প্রধান উম্মে কুলসুম সালমাসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এ-দিনটি আমাদেরকে অন্যায়, অবিচার, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায়। তাই, মাতৃভাষা বিকাশ ও উন্নয়ন সাধনে আমাদের আরও সক্রিয় হওয়া উচিত। বক্তাগণ নতুন প্রজন্মকে তাঁদের নিজস্ব সংস্কৃতি এবং মাতৃভাষার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান এবং একুশের চেতনাকে বুকে ধারণ করার পরামর্শ দেন। 

অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...