loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস

  • বিনিয়োগ সংস্থা এক ছাতার নিচে আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

  • বেগম খালেদা জিয়া এখন ‘অনেকটা বেটার’: মির্জা ফখরুল

  • ভোটার তালিকা হালনাগাদ নিয়ে নির্বাচন কমিশনের ১৬ নির্দেশনা জারি

  • বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু

ঈশ্বরদী ইপিজেড-এ চীনা কোম্পানি ৮৭ লাখ ডলার বিনিয়োগ করবে


ঈশ্বরদী ইপিজেড-এ চীনা কোম্পানি ৮৭ লাখ ডলার বিনিয়োগ করবে

চীনের প্রতিষ্ঠান আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেড ঈশ্বরদী ইপিজেড-এ ৮৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ-লক্ষ্যে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজা’র সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং আইএইচএম কোম্পানির চেয়ারম্যান জু বিনবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠান নারী, পুরুষ ও শিশুদের জন্য বার্ষিক ২৬ লাখ ৮৮ হাজার পিস ওভেন টপ্স এবং  ১ কোটি ৬ লাখ ৭০ হাজার পিস নিট টপ্স ও প্যান্ট উৎপাদন করবে। আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানি ২,৪৫৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বেপজা’র সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...