loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু


মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

ঢাকা মেট্রোরেলের আরও একটি স্টেশন বুধবার (১ মার্চ) থেকে চালু হয়েছে। এর আগে চালু হয়েছিল – ‘উত্তরা-উত্তর’, ‘আগারগাঁও’, ‘পল্লবী’, ‘উত্তরা-সেন্টার’ স্টেশন। মিরপুর-১০ নম্বর স্টেশন চালুর মাধ্যমে মেট্রোরেলের পঞ্চম স্টেশনের যাত্রা শুরু হলো। এখন শুধু চারটি স্টেশন – ‘উত্তরা-দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও ‘শেওড়াপাড়া’ বাকি রইলো। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, চলতি মাসেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো চালু করা হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ডিএমটিসিএল জানিয়েছে, বুধবার সকাল সাড়ে আটটা থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশনে যাত্রী চলাচল শুরু হয়েছে। এর আধা ঘণ্টা আগে, অর্থাৎ সকাল আটটা থেকে স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরেরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।

Loading...