loader image for Bangladeshinfo

শিরোনাম

  • পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে

  • রিজার্ভ ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত

  • চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঢাকা ও বেইজিং-এর মধ্যে নয়টি চুক্তি স্বাক্ষরিত

  • বিএমইউ বহির্বিভাগ ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা

৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জ শিল্পকলায় বিশেষ অনুষ্ঠান


৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জ শিল্পকলায় বিশেষ অনুষ্ঠান

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দু’ দিনব্যাপী অনুষ্ঠান সোমবার (৬ মার্চ) শুরু হবে। এ-উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে নৃত্য ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুইটি প্রতিযোগিতার তিনটি বিভাগে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২০০ প্রতিযোগী  অংশ নেবে। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিস গণমাধ্যমতে এ-তথ্য জানিয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 

প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে। আলোচনা সভা শেষে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত নৃত্য ও সংগীত প্রতিযোগিতার বিজয়ীদেও মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।  এরপর ৭ মার্চ নিয়ে নির্মিত আলোকচিত্র প্রদর্শন করা হবে। এরপর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Loading...