loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিগ ওয়ান-এর বর্ষসেরা খেলোয়াড় হলেন ডেম্বেলে

  • সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার

  • ঈদ উপলক্ষ্যে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালিত


ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র লাইলাতুল বরাত পালিত

রাজধানীসহ সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মঙ্গলবার (৭ মার্চ) রাতে পবিত্র লাইলাতুল বরাত (শবেবরাত) পালিত হয়েছে। রাজধানীতে ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই মঙ্গলবার বাদ-মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ মহানগরীর বিভিন্ন এলাকার মসজিদে এবং কেউ-কেউ নিজের বাসা-বাড়িতে থেকেই সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগি করেছেন। মুসল্লিগণ রাতভর জিকির-আজগার, পবিত্র কুরআন তেলাওয়াত ও নফল নামাজ আদায়ের মাধ্যমে রাব্বুল আল আমিনের রহমত কামনা করেন। রাতে অনেকেই রাজধানীর বিভিন্ন কবরস্থানে গিয়ে নিজ-নিজ বাবা-মা ও আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মুসলমানরা হিজরি বর্ষের শা’বান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এই রাতে সর্বশক্তিমান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। 

পবিত্র শবেবরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ নাতসহ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবেবরাতের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে ওয়াজ করেছেন – বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ রুহুল আমীন, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় সম্পর্কে ওয়াজ করেন মহাখালীর গাউছুল আযম জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী, নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ওয়াজ করেন বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতী নজরুল ইসলাম কাসেমী, এবং তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ওয়াজ করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. মিজানুর রহমান।

Loading...