শিল্প-সংস্কৃতির প্রায় সবগুলো মাধ্যমকে একত্রিত করে শতাধিক সংগঠনের সহস্রাধিক শিল্পীর অংশগ্রহণে চট্টগ্রাম নগরীতে আগামী ১০ থেকে ১৫ মার্চ হতে যাচ্ছে কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব। চট্টগ্রাম প্রেসক্লাবে বুধবার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের নেত্ববৃন্দ। কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব আবৃত্তি শিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চলনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন পর্ষদের আহ্বায়ক নাট্যজন সাইফুল আলম বাবু। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।
আয়োজকেরা জানান, ১০-১৫ মার্চ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে এই সাংস্কৃতিক উৎসব হবে। ১০ মার্চ বিকাল সাড়ে চারটায় ‘কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব’ উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনীতে বিশেষ অতিথি থাকবেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি একিউএম সিরাজুল ইসলাম এবং চসিক প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।
ছয়দিনব্যাপী এই উৎসবের প্রতিদিনের আয়োজনে বিকেল সাড়ে চারটা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে থাকবে একক ও দলীয় সংগীত, একক ও দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, মুকাভিনয় ও যাত্রাপালা। সন্ধ্যা ছয়টা থেকে শিল্পকলার আর্ট গ্যালারি মিলনায়তনে থাকবে নাটক থেকে পাঠ, শ্রুতিনাটক, কবিতাপাঠ, ছড়াপাঠ, প্রীতি বিতর্ক, পাপেট শো, নৃত্যালেখ্য ও গীতিআলেখ্য। সন্ধ্যা সাতটায় শিল্পকলার মূল মিলনায়তনে প্রদর্শন করা হবে নাটক।
প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত আর্ট গ্যালারি ভবনের দ্বিতীয় তলায় থাকবে দেশের নন্দিত চারুশিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রদর্শনী এবং তৃতীয় তলায় হবে চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির সহযোগিতায় আলোকচিত্র প্রদর্শনী এবং শিল্পকলা প্রাঙ্গণে বসবে বইমেলা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা মোছলেম উদ্দিন শিকদার। উপস্থিত ছিলেন – উদযাপন পর্ষদের সদস্য কাজল সেন, ফারুক তাহের, তাসাদ্দুক হোসেন দুলু, আলী প্রয়াস, সৃজনশীল প্রকাশনা পরিষেদের সভাপতি শাহ আলম নিপু, ছড়াকার সংসদের সাধারণ সম্পাদক আফম মোদাচ্ছের আলী প্রমুখ।