loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বিল্বাওকে হারিয়ে নয় পয়েন্টে এগিয়ে বার্সা


বিল্বাওকে হারিয়ে নয় পয়েন্টে এগিয়ে বার্সা

ম্যাচের বয়স তখন আটাশি মিনিট; রাফিনিয়ার গোলে এফ.সি. বার্সেলোনা এগিয়ে ১-০ গোলে। সে-সময়ে ইনিয়াকি উইলিয়ামসের গোলে সমতা। উল্লাসে মেতে উঠলেন অ্যাথলেটিক বিল্বাওয়ের সমর্থকেরা। দুই মিনিট পরেই অবশ্য বদলে যায় চিত্র। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) জানালো, গোল করার প্রক্রিয়ায় বিল্বাওয়ের ইকার মুনিয়াইনের হাতে লেগেছে বল; তাই, গোলটি বাতিল। স্তব্ধ হয়ে যায় সান মামেস।

এরপর যোগ হলো বাড়তি সাত মিনিট। যোগ করা সেই সময়ের তৃতীয় মিনিটে আবার নাটক। কিভাবে যেন জাভি হার্নান্দেজের দল বেঁচে গেলো গোল খাওয়া থেকে; দুই-দুইবার হয় হয় করেও গোল হলো না। একবার বার্সার রক্ষণভাগ এবং পরেরবার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন গোল লাইন থেকে বাঁচালেন দলকে।

বিল্বাওয়ের মাঠে রোববার রাতে (১২ মার্চ) ১-০ গোলের জয়ে নিকটতম রিয়াল মাদ্রিদের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে থেকে সপ্তাহ শেষ করলো ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট পাওয়া বার্সেলোনা। সমান-সংখ্যক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬।

গত অক্টোবরে এবারের লা লিগায় প্রথম দেখায় বিল্বাওকে ৪-০ গোলে পরাজিত করেছিল বার্সা। সেই ম্যাচটি ছিল ‘ক্যাম্প নিউ’-তে। ক্যাটালান ক্লাবটি সেই ম্যাচের আগে-পরে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ছিল। তার পরের পাঁচ মাসে বদলেছে অনেক কিছুই। প্রথমে চ্যাম্পিয়ন্স লিগ ও পরে ইউরোপা লিগ থেকেও ছিটকে পড়েছে বার্সা।

যাহােক, লা লিগায় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীর্ষে রয়েছে চার মৌসুম আগে লিগ চ্যাম্পিয়ন হওয়া ক্লাবটি। পক্ষান্তরে, টানা পাঁচ ম্যাচে জয়বিহীন রইলো বিল্বাও।

এদিন ম্যাচের একমাত্র গোলটি অনেকটা খেলার ধারার বিপরীতে হয়েছে। যখন মনে হচ্ছিল – গোলশূন্যভাবে শেষ হতে যাচ্ছে প্রথমার্ধ, জাভির দল গোল পেয়ে যায় তখনই। যোগ করা সময়ে গোলটি করেছেন রাফিনিয়া। দারুণ ফিনিশিংয়ে গোল করেও অবশ্য উদ্‌যাপনে বিরতি দিতে হয়েছিল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে; কেননা, অফসাইডের পতাকা উঠে গিয়েছিল। ভিএআর-এর সঙ্গে লম্বা আলোচনার পরই গোলের সংকেত দেন রেফারি।

গোলের উৎস ছিলেন রাফিনিয়া নিজেই; ক্রস করতে চেয়েছিলেন এই ব্রাজিলিয়ান। বিল্বাওয়ের একজন খেলোয়াড় হেড করে সেই চেষ্টা ব্যর্থ করলেও বল পেয়ে যান সের্হিও বুস্কেটস। বার্সা-অধিনায়ক পেনাল্টি বক্সে ফাঁকায় দাঁড়ানো রাফিনিয়াকে পাস দেন; জোরালো শটে গোল করতে ভুল করেননি রাফিনিয়া। এবারের লিগে এটি ব্রাজিলিয়ান তারকার ষষ্ঠ গোল।

অন্যদিকে, রিয়াল মায়োর্কার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। এই ড্রয়ে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার স্বপ্ন থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সোসিয়েদাদ। যদিও, দলটি তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে সমান ৪৫ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের চতুর্থ স্থানেই রয়েছে।

আরেক ম্যাচে আলমেরিয়ার বিরুদ্ধে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে টেবিলের ত্রয়োদশ স্থানে উঠে এসেছে ধুকতে থাকা সেভিয়া। এই জয়ে রেলিগেশন জোন থেকে ক্লাবটি দুই পয়েন্ট এগিয়ে গেছে।

Loading...