loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউভেন্টাসের জয়; নাটকীয় ম্যাচে রোমা পরাজিত


ইউভেন্টাসের জয়; নাটকীয় ম্যাচে রোমা পরাজিত

সিরি-আ লিগে ইউভেন্টাস আদ্রিয়েন রাবোয়িতের দুই গোলে কঠিন লড়াইয়ের পরে রোববার (১২ মার্চ) ধুকতে থাকা সাম্পদোরিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছে। ফরাসি মিডফিল্ডার রাবোয়িত প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করার পরে ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইউভেন্টাসকে এগিয়ে দেন। টমাসো অগেরো ও ফিলিপ ডুরিসিচের দ্রুততম সময়ের (৩১ ও ৩২ মিনিটে) দুই গোলে সাম্পদোরিয়া সমতায় ফিরে স্বাগতিক দর্শকদের হতবাক করে দিয়েছিল। আর্জেন্টিনার ১৯ বছর বয়সী তরুণ মিডফিল্ডার মাতিয়াস সুলে স্টপেজ টাইমে গোল করে ইউভেন্টাসের জয় নিশ্চিত করেন। এই পরাজয়ে সেফ্টি জোন থেকে ১২ পয়েন্ট পিছিয়ে তলানিতেই রইলো সাম্পদোরিয়া।

গত গ্রীষ্মে রাবোয়িতের দলবদল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু, তিনি এবারের মৌসুমে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডারে পরিণত হয়েছেন। এনিয়ে লিগে তিনি সাত গোল করলেন। এই জয়ে তুরিনের ক্লাবটি ইউরোপিয়ান পজিশন থেকে মাত্র চার পয়েন্ট দূরে রয়েছে।

রাবোয়িত বলেছেন, ‘পুরো ম্যাচে আমাদের আরও বেশি মনোযোগী হওয়া উচিত ছিল। দুই গোল করার পরে ম্যাচের ছন্দ হারিয়ে ফেলাটা আমাদের ঠিক হয়নি। ফ্রেইবার্গের বিরুদ্ধে পরের ম্যাচের প্রস্তুতির আগে এই জয়টা প্রয়োজন ছিল। আশা করছি, মৌসুমের শেষ পর্যন্ত গোলের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’

২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইউভেন্টাস এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে। 

দলবদলে ‘অবৈধ পন্থা’ অবলম্বনের দায়ে ইউভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নিয়েছে সিরি-আ কর্তৃপক্ষ। এই রায়ের বিরুদ্ধে অ্যাপিলও করেছে ক্লাবটি। অ্যাপিলে সফল হলে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে ‘তুরিন্স ওল্ড লেডি’। শীর্ষে থাকা নাপোলির সাথে তাঁদের পয়েন্টের ব্যবধান এখন ২০।

সিরি-আ লিগে শীর্ষ দলগুলো এই মুহূর্তে যে-পরিমাণ ধারাবাহিকতার বাইরে চলে গেছে, তাতে মৌসুমের শেষ নাগাদ ইউভেন্টাসকে শীর্ষ চারে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

গত রোববার ট্রেনিং সেশনে আরও একবার ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন পল পগ্বা। এছাড়াও, দলে আরও কয়েকজন বড় তারকা অনুপস্থিত ছিলেন। 

২৬ মিনিটের মধ্যে ব্রেমা ও রাবোয়িতের দুই গোলে এগিয়ে যায় ইউভেন্টাস। কিন্তু, মাত্র এক মিনিটের মধ্যে দুই গোল দিয়ে সাম্পদোরিয়া দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে। ৩১ মিনিটে অগেলো ফিরতি বল জালে জড়ান। মিনিটখানেক পরেই আলেহান্দ্রো জানোলির লো পাসে ডুরিসিচ সমতা ফেরান। ৬৪ মিনিটে রাবোয়িত ইউভেন্টাসের হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন। চার মিনিট পরে ডুসান ভ্লাহোভিচের স্পট কিক সফল হয়নি। স্টপেজ টাইমে সুলে গোল করে ইউভের দাপুটে জয় নিশ্চিত হয়।

গত শুক্রবার স্পেজিয়ার কাছে ইন্টার মিলান হেরে যাওয়ায় রোমার সামনে সুযোগ ছিল দ্বিতীয় স্থানে থাকা ইন্টারের সাথে সমান পয়েন্ট অর্জন করার। কিন্তু সাসুলার সাথে নাটকীয় ম্যাচে ৪-৩ গোলে হেরে যাওয়ায় রোমাকে পঞ্চম স্থান নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হলো।

আর্মাড লরিয়েন্টের দুই গোলের (১৩ ও ১৮ মিনিট) সাথে ডোমেনিকো বেরারডির পেনাল্টি (৪৫ মিনিট) ও ম্যাচ শেষের ১৫ মিনিট আগে আন্দ্রে পিনামোন্টির গোলে সাসৌলোর জয় নিশ্চিত হয়।

নিষেধাজ্ঞার কারণে এদিন রোমার ডাগ আউটে ছিলেন না কোচ হোসে মরিনিয়ো। বেরারডিকে লাথি মারায় লালকার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হন মারাস কুমবুলা। যে-কারণে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০জন নিয়েই নিজেদের সামলাতে হয়েছে রোমাকে। এই ফাউলে প্রাপ্ত পেনাল্টি থেকে বেরারডি গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সাসুলো। রোমার হয়ে গোল করেছেন – নিকোলা জালেভস্কি, বদলি খেলোয়াড় পাওলো দিবালা ও জর্জিনিও ওয়াইনাল্ডাম। 

রোমা চতুর্থ স্থানে থাকা এসি মিলানের সাথে সমান ৪৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

দিনের আরেক ম্যাচে ভেরোনা ১-১ গোলে মোঞ্জার সাথে ড্র করেছে। তলানির দল ক্রিমোনেসকে ২-০ গোলে পরাজিত করেছে ফিওরেন্টিনা।

Loading...