loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বায়ার্নে নাগল্সমানের স্থলাভিষিক্ত হলেন টুখেল

  • টাইগারদের ১০ উইকেটে প্রথম জয়

  • আত্মঘাতী গোলে ভারতকে হারালো বাংলাদেশ

  • স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করলেন প্রধানমন্ত্রী

  • প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত

রমজানে অফিস সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা


রমজানে অফিস সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা

আসন্ন পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। এর মধ্যে, জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। সোমবার (১৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে, সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পবিত্র রমজান মাসে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস চলবে নিজেদের বিধি অনুযায়ী। 

প্রতিবছরই রমজান মাসের জন্য অফিস সময় পুনর্নির্ধারণ করা হয়ে থাকে।

Loading...