loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

মুস্তাফিজের টি-টোয়েন্টি সেঞ্চুরি


মুস্তাফিজের টি-টোয়েন্টি সেঞ্চুরি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পাওয়া ষষ্ঠ বোলার মুস্তাফিজ। এই তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ডের টিম সাউদি (১৩৪ উইকেট); সাকিব রয়েছেন দুই নম্বরে (১৩১ উইকেট)।

সাকিব আল হাসানের পরে বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হলেন পেসার মুস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের এই মাইলফলক স্পর্শ করেন মুস্তাফিজ।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ৭৮ ম্যাচে ৯৭ উইকেট ছিল মুস্তাফিজের। তিন ম্যাচে একটি করে তিনটি উইকেট নিয়ে ১০০ উইকেট-শিকার পূর্ণ করেন ফিজ। এজন্য ৮১ ম্যাচ খেলতে হয়েছে তাঁকে। ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল এই বাঁ-হাতি পেসারের।

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছিলেন সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের অধিনায়ক সাকিব। ১১২ ম্যাচে ১৩১ উইকেট রয়েছে সাকিবের।

সাকিব-মুস্তাফিজ ছাড়াও টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পেয়েছেন – নিউজিল্যান্ডের টিম সাউদি (১৩৪) ও ইশ সোধি (১১৪), আফগানিস্তানের রশিদ খান (১২৬) এবং শ্রীলংকার লাসিথ মালিঙ্গা (১০৭)।

Loading...