loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

  • ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদিত

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন সিআরও এনামুল হক

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

মেট্রোরেলের আরও দু’টি স্টেশন চালু


মেট্রোরেলের আরও দু’টি স্টেশন চালু

মেট্রোরেলের ‘কাজীপাড়া ও ‘মিরপুর-১১’ নম্বর স্টেশন চালু হলো বুধবার (১৫ মার্চ) থেকে। মার্চের শেষ সপ্তাহে চালু হবে ‘শ্যাওড়াপাড়া’ ও ‘উত্তরা দক্ষিণ’ স্টেশন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ-তথ্য জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ডিমটিসিএল কার্যালয়ে সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের সবগুলো (নয়টি) স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রো চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।

এর আগে চালু হয়েছিল – ‘উত্তরা উত্তর’, ‘আগারগাঁও’, ‘পল্লবী’, ‘উত্তরা সেন্টার’, ‘মিরপুর-১০’ স্টেশন। এখন  বাকি রইলো মাত্র দুইটি স্টেশন – ‘উত্তরা দক্ষিণ’ ও ‘শেওড়াপাড়া’।

ডিএমটিসিএল জানিয়েছে, সকাল সাড়ে আটটা থেকে মেট্রো স্টেশনে যাত্রী চলাচল শুরু হওয়ার আধা ঘণ্টা আগে স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে দেশে প্রথমবারের মতো মেট্রোরেল চলাচল শুরু হয়।

Loading...