loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

হলান্ডের রেকর্ড গড়া পাঁচ গোলে শেষ আটে ম্যানসিটি


হলান্ডের রেকর্ড গড়া পাঁচ গোলে শেষ আটে ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকার জন্য ‘আর্লিং হলান্ড ইজ নট হিউম্যান’-জাতীয় সংবাদ শিরোনাম, প্রশংসা নতুন কিছু নয়। চলতি ফুটবল মৌসুমের শুরু থেকেই তিনি সেটি শুনছেন। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১৪ মার্চ) শেষ ষোলোর ফিরতি লেগে আর বি লাইপজিগ-এর পোস্টে একাই পাঁচ গোল করার পরে হলান্ডকে নিয়ে আবারও স্তুতি-বন্যা বয়ে যাওয়াটাই স্বাভাবিক। শুধু তা-ই নয়, রেকর্ড বইয়েও এসেছে বেশ অদলবদল। ৬৩ মিনিটে ‘বেরসিক’ কোচ পেপ গার্দিওলা বদলি হিসেবে নামিয়ে না নিলে হয়তো আরও কিছু রেকর্ড গুঁড়িয়ে দিতেন হলান্ড। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির ৭-০ গোলে জেতা (দুই লেগ মিলিয়ে ৮-১) ম্যাচে বাকী দুই গোল এসেছে ইকেই গুন্দোয়ান ও কেভিন ডি ব্রুইনার কাছ থেকে।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৩০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ২২ বছর ২৩৬ দিন বয়সী হলান্ড। চ্যাম্পিয়ন্স লিগে এই পাঁচটি নিয়ে ২৫ ম্যাচে ৩৩ গোল হলো হলান্ডের।

তিনি সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ৩০ গোল করে ভেঙেছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)’র তারকা কিলিয়ান এমবাপের রেকর্ড। ফরাসি তারকা এমবাপে ২২ বছর ৩৫২ দিন বয়সে সেই রেকর্ডটি করেছিলেন।

হল্যান্ড ম্যাচের সংখ্যার দিক থেকে দ্রুততম হওয়ার পথে ভেঙেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়ের রেকর্ড; ৩০টি ম্যাচ লেগেছিল নিস্টলরয়ের। 

আর যদি ৩৩ গোলের হিসাব করা হয়, তাহলে অন্যরা আরও পেছনে পড়বেন। চ্যাম্পিয়ন্স লিগে ৩৩ গোল করতে নিস্টলরয়ের লেগেছিল ৩৮ ম্যাচ, লিওনেল মেসির ৫২ ম্যাচ, রবার্ট লেভান্ডোস্কি ও এমবাপের ৫৩ ম্যাচ, করিম বেন্জেমার ৫৪ ম্যাচ ও নেইমারের ৫৫ ম্যাচ।

মঙ্গলবার প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন হলান্ড। ২২ মিনিটে প্রথম গোলটি ছিল পেনাল্টি থেকে। বিরতির পরে করেছেন আরও দু’টি। এই প্রক্রিয়ায় ৯৪ বছর আগের একটি রেকর্ডও ভেঙেছেন হলান্ড। 

ম্যানচেস্টার সিটির হয়ে এক মৌসুমে (১৯২৮-২৯) সর্বোচ্চ ৩৮ গোলের রেকর্ড ৯৪ বছর ধরে দখলে রেখেছিলেন টমি জনস্টোন। হলান্ড মঙ্গলবার নিজের শেষ গোলটি করে জনস্টনকে পেছনে ফেললেন।

হলান্ড মৌসুমে নিজের পঞ্চম হ্যাটট্রিক করার পরে আরও দুই গোল করে মেসি ও ব্রাজিলিয়ান লুইজ আদ্রিয়ানোকেও মনে করিয়ে দিলেন। চ্যাম্পিয়ন্স লিগে তাঁর আগে এক ম্যাচে একাই পাঁচ গোল করেছিলেন শুধু মেসি ও আদ্রিয়ানো।

২০১২ সালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন মেসি। হলান্ড এখানেও দ্রুততম। ৫৭ মিনিটের মধ্যে করেছেন পাঁচ গোল। আদ্রিয়ানোর লেগেছিল ৮২ মিনিট ও মেসির ৮৪ মিনিট।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে অবশ্য একজনের পাঁচ গোল করার নজির এর আগে শুধু মেসিরই ছিল; এবার হলান্ড তাঁর সঙ্গী হলেন। 

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রথমার্ধে হ্যাটট্রিক করা দ্বিতীয় খেলোয়াড়ও হলান্ড, ২০১০ সালে যেটা করেছিলেন মেসি।

(রেকর্ডের তথ্যসমূহ সংকলিত)

Loading...