loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

  • বায়ার্নে নাগল্সমানের স্থলাভিষিক্ত হলেন টুখেল

  • টাইগারদের ১০ উইকেটে প্রথম জয়

  • আত্মঘাতী গোলে ভারতকে হারালো বাংলাদেশ

  • স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করলেন প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স লিগ থেকে পোর্তোকে বিদায় করে শেষ আটে ইন্টার


চ্যাম্পিয়ন্স লিগ থেকে পোর্তোকে বিদায় করে শেষ আটে ইন্টার

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পর্তুগালের ক্লাব পোর্তো বিরুদ্ধে গোলশূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে। ইন্টার তিনবার ইউরোপিয়ান শিরোপা-জেতা ক্লাব। ২০১১ সালের পরে প্রথমবারের মতো দলটি শেষ আটে উত্তরণ নিশ্চিত করলো।

শেষ ষোলোর প্রথম লেগে রোমেলু লুকাকুর শেষ মুহূর্তের গোলে ইন্টার ম্যাচ জিতেছিল। কিন্তু, মঙ্গলবার (১৪ মার্চ) পোর্তোর মাঠ এস্তাদিও ডো ড্রাগাওতে নিজেদের মেলে ধরতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। বরং, তাঁদের তুলনায় স্বাগতিক ক্লাবই ভালো খেলেছে। যদিও ইন্টার গোলরক্ষক আন্দ্রে ওনানাকে খুব কমই পরীক্ষায় ফেলতে পেরেছে দলটি।

গত পাঁচবারের প্রচেষ্টায় এনিয়ে তৃতীয়বারের মতো শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলো ইন্টার।

ম্যাচের একেবারে স্টপেজ টাইমে পোর্তোর গোলের সবচেয়ে সহজ সুযোগটি এসেছিল। কিন্তু, মেহদি টারেমি ও মার্কো গ্রুজিস উভয়েই বল পোস্টে লাগিয়েছেন। মারকানোর শট লাইনের উপর থেকে ক্লিয়ার করা হয়।

ইন্টার মিডফিল্ডার হাকান কাহানগ্লু বলেছেন, ‘এই মুহূর্তে অনেকেই আবেগী হয়ে উঠেছে। অনেক বছর পরে আমরা এই কৃতিত্ব অর্জন করলাম। আমরা কিছু ভুল করেছি, কিন্তু শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পেরেছি। বিষয়টা সত্যিই কঠিন ছিল। এজন্য আমি পুরো দলকে অভিনন্দন জানাতে চাই।’

ঘরোয়া ফর্ম নিয়ে ইন্টার বর্তমানে বেশ সমালোচনার মুখে পড়েছে। তবে, কাহানগ্লু মনে করেন এই ম্যাচটি সকলকে মানসিকভাবে চাঙ্গা করে তুলবে, ‘চ্যাম্পিয়ন্স লিগে অনেক কিছুই ঘটতে পারে। এই ম্যাচটি আমাদের আত্মবিশ্বাস যোগাবে। গোল করতে না পারলেও শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আমরা কঠোর পরিশ্রম করেছি।’

ইন্টার কোচ সিমোনে ইনজাগি অ্যাওয়ে ম্যাচগুলোতে দলের হতাশাজনক পারফরমেন্স থেকে বেরিয়ে আসার লক্ষ্যস্থির করেছিলেন। আক্রমণভাগে তিনি মূল একাদশে খেলিয়েছেন এডিন জেকো ও লাউতারো মার্টিনেজকে। বদলি বেঞ্চে ছিলেন প্রথম লেগের ম্যাচজয়ী তারকা রোমেলু লুকাকু। 

সাম্প্রতিককালে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে পোর্তোর বেশ ভালো রেকর্ড রয়েছে। সম্প্রতি তাঁরা ইউভেন্টাস ও রোমাকে বিদায় করেছে। কিন্তু ইন্টারের বিরুদ্ধে ১৮০ মিনিট পর্তুগিজ চ্যাম্পিয়ন দলটি একটি গোলও করতে পারেনি।

Loading...