loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

  • বায়ার্নে নাগল্সমানের স্থলাভিষিক্ত হলেন টুখেল

  • টাইগারদের ১০ উইকেটে প্রথম জয়

  • আত্মঘাতী গোলে ভারতকে হারালো বাংলাদেশ

  • স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করলেন প্রধানমন্ত্রী

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে নয়টা থেকে আড়াইটা পর্যন্ত


রমজানে ব্যাংক লেনদেন সাড়ে নয়টা থেকে আড়াইটা পর্যন্ত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে শুরু হবে হিজরি ১৪৪৪ সনের পবিত্র রামাদান মাস। এ-উপলক্ষে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষণা অনুযায়ী, ১ রমজান থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক থেকে বুধবার (১৫ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে রমজানে ব্যাংকের নতুন এই সূচি ঘোষণা হয়। এর আগে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকার রমজান মাসের জন্য নতুন অফিসসূচি ঘোষণা করেছিল। সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।

বর্তমানে দেশের ব্যাংকগুলোয় সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত লেনদেন হয়। আর ব্যাংকের অফিস খোলা থাকে বিকেল পাঁচটা পর্যন্ত। 

রমজান মাস শেষে ব্যাংকের সময়সূচি আগের অবস্থায় ফিরবে।

Loading...