loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

লিভারপুল আবার পরাজিত, কোয়ার্টারে রিয়াল


লিভারপুল আবার পরাজিত, কোয়ার্টারে রিয়াল

ইংলিশ ক্লাব লিভারপুলকে দ্বিতীয় লেগে হারিয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের উত্তরণ নিশ্চিত করেছে স্পেনের রিয়াল মাদ্রিদ। অবশ্য, প্রথম লেগের বড় জয়ই পার্থক্য গড়ে দিয়েছিল দুই দলের মাঝে। অ্যানফিল্ডে ৫-২ গোলে জয়ের পরে সান্তিয়াগো বার্নাবিউতে দ্বিতীয় লেগে ইয়োর্গান ক্লপের শিষ্যদের ১-০ গোলে পরাজিত করেছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফলে দুই লেগ মিলিয়ে ব্যবধান হলো ৬-২।

দ্বিতীয় লেগে অনেকেই ‘দি রেড্স’-এর কাছ থেকে অলৌকিক কিছুর আশা করলেও বাস্তবে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। পক্ষান্তরে, এদিন শুরু থেকেই নির্ভার ছিল রিয়াল। ঘরের মাঠ আর চেনা দর্শকের সঙ্গে প্রথম লেগের বড় লিড – সব মিলিয়ে আনচেলত্তির দলের ওপর একেবারেই চাপ ছিল না। ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য ১৭টি শট নিয়েছে; যার মধ্যে আটটি ছিল লক্ষ্যে। চলতি মৌসুমের শুরু থেকেই উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া লিভারপুলের নয় শটের পাঁচটি ছিল লক্ষ্যে।

এদিন লিভারপুলের রক্ষণভাগে প্রবল চাপ তৈরি করা রিয়াল এগিয়ে যায় ৭৮ মিনিটে। মাঝমাঠ থেকে অ্যাডুয়ার্ডো কামাভিঙ্গার পাসের বল ফন ডাইকের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণে নিতে পারেননি বেন্জেমা; ছুটে গিয়ে বলে পা ছোঁয়াতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। মনে হচ্ছিল – নষ্ট হলো আরেকটি সুযোগ। যাহোক, ভারসাম্য হারিয়ে বক্সে পড়ে গেলেও এই ব্রাজিলিয়ান উইঙ্গার পাস দেন বেন্জেমাকে; ফরাসি ফরোয়ার্ড অনায়াসেই বাকি কাজটুকু শেষ করেন।

ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টির আবেদন করেছিল রিয়াল। তবে, ভিএআর-এর সেই আবেদন নাকচ হয়।

Loading...