loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের ১৮৩ রানের রেকর্ড জয়


আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের ১৮৩ রানের রেকর্ড জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড-সংখ্যক রানে জিতলো বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৩৩৮ রান (আট উইকেটে) করে ১৮৩ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। রানের দিক থেকে এটই বাংলাদেশের সর্বোচ্চ জয়ের রেকর্ড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৮ মার্চ) ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান (৯৩), তৌহিদ হৃদয় (৯২), ও মুশফিকুর রহিমের (৪৪) ব্যাটিং তাণ্ডবে আট উইকেট হারিয়ে ৩৩৮ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে পেসার এবাদত হোসেন, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, পেসার তাসকিন আহমেদ ও সাকিবের বোলিং নৈপুণ্যে আইরিশদের ৩০.৫ ওভারে ১৫৫ রানে অলআউট করে বাংলাদেশ। 

এদিন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৩৮ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয় উইকেটে ৩২৯ রান করেছিল টাইগাররা।

শনিবার বাংলাদেশের রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে আয়ারল্যান্ড। কোনো উইকেট না হারিয়ে ৬০ রান করা আইরিশ দলটি এরপর মাত্র ১৬ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। দলকে ব্রেকথ্রু উপহার দেন সাকিব আল হাসান। তাঁর শিকার হয়ে ফেরেন স্টিপেন ডোহেনি। এরপর দুইবার আঘাত হানেন পেসার এবাদত হোসেন। তাঁর শিকার হয়ে ফেরেন পল স্টারলিং ও হ্যারি টাকার।

এরপর আয়ারল্যান্ড শিবিরে ধস নামান পেসার তাসকিন আহমেদ। তাঁর দুই শিকারে পরিণত হন অ্যান্ড্রুবলবির্নি ও লোকান টাকার।

কার্টিস ক্যাম্পারকে এলবিডব্লি করে ফেরান বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ক্যাম্পারের মতো গ্যারেথ ডেনলিকেও একইভাবে ফেরান নাসুম। অষ্টম ব্যাটসম্যান হিসেবে অ্যান্ডি ম্যাকব্রিনকেও ফেরান নাসুম। নবম ব্যাটসম্যান হিসেবে মার্ক আদিরকে ফেরান এবাদত হোসেন। তাঁর বিদায়ে ২৯ ওভারে ১৪৪ রানে নবম উইকেট হারায় আয়ারল্যান্ড।

শেষ ব্যাটসম্যান হিসেবে গ্রাহাম হিউমকে সাজঘরে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন এবাদত। ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ৬.৫ ওভারে ৪২ রানে চার উইকেট শিকার করেন এবাদত।

হিউমের বিদায়ে প্রথম ওয়ানডেতে ৩৩৯ রানের টার্গেট তাড়ায় ৩০.৫ ওভারের ১৫৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ফলে, ১৮৩ রানের রেকর্ড জয় পায় টাইগাররা। রানের দিক থেকে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড।

Loading...