loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

হলানের টানা দ্বিতীয় হ্যাটট্রিক, এফএ কাপের সেমিতে সিটি


হলানের টানা দ্বিতীয় হ্যাটট্রিক, এফএ কাপের সেমিতে সিটি

ফুটবল মাঠে আর্লিং হলান যা করছেন, সেটাকে কোনো বিশেষণেই যেন বোঝানো যাচ্ছে না। মাত্র চারদিনের মধ্যে করলেন দ্বিতীয় হ্যাটট্রিক। গত দুই ম্যাচে গোল সংখ্যা আট। হলান যন্ত্র, নাকি অতিমানব – সেই প্রশ্নও এখন চাইলে কেউ তুলতে পারেন। আর হলানের এ-রকম নৈপুণ্যের রাতে আরও একবার বড় জয় পেলো ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে শনিবার (১৮ মার্চ) বার্নলিকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। হলানের হ্যাটট্রিকের পাশাপাশি দুই গোল করেছেন হুলিয়ান আলভারেজ; অন্য গোলটি পাল্মারের। ম্যানসিটি আগের ম্যাচে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগ-এর বিপক্ষে ৭-০ গোলে জিতেছিল। সেই ম্যাচে হলান একাই করেছিলেন পাঁচ গোল। সেদিন হলান মাঠে ছিলেন মাত্র ৬৩ মিনিট। সেদিন যেখানে থেমেছিলেন, বার্নলির বিপক্ষে যেন সেখান থেকেই শুরু করলেন! শনিবার রাতেও তাঁকে সেই ৬৩ মিনিটেই নামিয়ে নেন পেপ গার্দিওলা। অর্থাৎ, দুই ম্যাচে ১২৬ মিনিট খেলেই আট গোল হলো তাঁর...।

আর্লিং হলান চারদিনের মধ্যে টানা দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন। তাঁর এই অর্জনের ম্যাচে দুই গোল করেছেন হুলিয়ান আলভারেজ। ফলে, বার্নলিকে গুঁড়িয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি। শনিবার (১৮ মার্চ) রাতে আসরের কোয়ার্টার-ফাইনালে ঘরের মাঠে ৬-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ক্লাবটির আরেকটি গোল এসেছে বদলি নামা কোল পাল্মার কাছ থেকে।

গ্রীষ্মকালীন দলবদলে সিটিতে যোগ দেওয়া হলান চলতি মৌসুমে ৩৭তম ম্যাচে ষষ্ঠ হ্যাটট্রিকের স্বাদ পেলেন। চলতি মৌসুমে  সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ বছর বয়সী এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের গোল সংখ্যা হলো ৪২। আগের ম্যাচে গত মঙ্গলবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর বি লাইপজিগ-এর বিপক্ষে একাই পাঁচ গোল করেছিলেন তিনি। প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যে একটি রেকর্ড থেকে আর মাত্র দুই গোল দূরে হলান।

প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে এর চেয়ে বেশি গোল রয়েছে দু’জনের – রুড ফন নিস্টলরয় ও মোহাম্মদ সালাহ। দু’জনেই করেছেন ৪৪টি করে গোল। সালাহ ও নিস্টলরয়কে ছাড়িয়ে হলানের শীর্ষে উঠা এখন শুধুই সময়ের ব্যাপার।

শনিবার বল দখলে এগিয়ে থাকা স্বাগতিক ক্লাব গোলমুখে নেয় ২০টি শট। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। অন্যদিকে, সফরকারী দল ছয়টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে।

ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব বার্নলির কোচের দায়িত্বে রয়েছেন ম্যানসিটির সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। অবশ্য, হালান্ড আরেক দফা জ্বলে ওঠায় কোম্পানির ইতিহাদ স্টেডিয়ামে ফেরাটা সুখকর হয়নি – তা বলাই বাহুল্য।

এদিন প্রথমার্ধে প্রথম গোল পাওয়ার জন্য সিটিকে অপেক্ষা করতে হয়েছে ৩২তম মিনিট পর্যন্ত। আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজের রক্ষণচেরা পাসে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষ গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে বল জাল স্পর্শ করান হলান। মাত্র ১৭৯ সেকেন্ডের ব্যবধানে ফের গোলের উল্লাস করেন হালান্ড। বাঁ পায়ের শটে তিনি করেন লক্ষ্যভেদ। বাঁপ্রান্ত থেকে ছয় গজের তাঁকে বলের যোগান দিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন।

২-০ গোলে এগিয়ে থাকা সিটি দ্বিতীয়ার্ধে বার্নলির জালে আরও চারবার বল পাঠিয়েছে। ৫৯তম মিনিটে হলান হ্যাটট্রিক পূরণ করেন। ফোডেনের শট পোস্টে লেগে ফিরে আসার পর আলগা বলে লক্ষ্যভেদ করেন তিনি। তিন মিনিট পরে গোলের দেখা পান আলভারেজ। রিয়াদ মাহরেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন কেভিন ডি ব্রুইনা। তিনি গোলমুখে বিপজ্জনক স্থানে বল দিলে বাকি কাজ সহজেই শেষ করেন আলভারেজ।

৬৮তম মিনিটে ফোডেনের শট ফিরিয়ে দেন বার্নলির গোলরক্ষক বেইলি পিকক-ফ্যারেল; কিন্তু, পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন তিনি। বল পেয়ে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার পাল্মার।

পাঁচ মিনিট পরে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আলভারেজ। মাঝমাঠ থেকে ডি ব্রুইনার উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে প্রবেশ করেন তিনি। সঙ্গে লেগে থেকে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জোরালো শটে পরাস্ত করেন পিকক-ফ্যারেলকে।

বড় ব্যবধানের পরাজয়ের পরেও বার্নলি কোচের মুখে শোনা গেছে হলানের প্রশংসা। তিনি বলেছেন, ‘সে নিজের উন্নতির ক্ষেত্রে সঠিক জায়গাতেই আছে। সে এখানে (সিটিতে) আরও ভালো করবে। সঠিক কোচকেই পেয়েছে সে।’

Loading...