loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

বাংলাদেশের প্রথম ১৫,০০০ রান করা ব্যাটার তামিম


বাংলাদেশের প্রথম ১৫,০০০ রান করা ব্যাটার তামিম

বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৪০তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তিন ফরম্যাট মিলিয়ে ১৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৩ রান করেন তামিম। এই ইনিংসের মাধ্যমেই টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,০০০ রান পূর্ণ হয় তামিমের।

এদিন খেলতে নামার আগে মাইলফলক থেকে ১৪ রান দূরে ছিলেন তামিম। ৩৮২ ম্যাচে ১৪,৯৮৬ রান ছিল তাঁর। ২৩ রান করার পরে ৩৮৩ ম্যাচে ১৫,০০৯ রান এখন তামিমের।

তিন ফরম্যাট মিলিয়ে ৬৬৪ ম্যাচে ৩৪,৩৫৭ রান নিয়ে বিশ্বরেকর্ডের মালিক ভারতের শচীন টেন্ডুলকার।

Loading...